টুকরো খবর

চোর সন্দেহে শিশু কোলে এই মহিলাকে বৃহস্পতিবার ঘিরে ধরে মারধর করে জনতা। এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটে। মারধর করা হয় তার সঙ্গে থাকা এক কিশোরীকেও।

Advertisement
শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০২:৫২
Share:

—নিজস্ব চিত্র।

চোর সন্দেহে মহিলাকে মার

Advertisement

চোর সন্দেহে শিশু কোলে এই মহিলাকে বৃহস্পতিবার ঘিরে ধরে মারধর করে জনতা। এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটে। মারধর করা হয় তার সঙ্গে থাকা এক কিশোরীকেও। রোগী সেজে টিকিটের লাইনে দাঁড়ানো এক মহিলার কাছ থেকে তাঁরা টাকার ব্যাগ ছিনিয়ে নেন বলে অভিযোগ। অমানবিক এই ঘটনায় প্রতিবাদ করতেও এগিয়ে আসেন অনেকে। গোলমাল চলাকালীন শিশুটিকে নিয়ে পালিয়ে যান ওই মহিলা। পরে পুলিশ গিয়ে কিশোরীটিকে উদ্ধার করে। কিন্তু যারা এই মারধরে জড়িত তাদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement