টুকরো খবর

ছাত্র সংসদে দখলদারির প্রশ্ন নিয়ে বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে প্রসন্নদেব মহিলা কলেজে। সংঘর্ষে জখম একজন ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কলেজের ছাত্র সংসদ সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম পিঙ্কি রায়।

Advertisement
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৪ ০১:৫৭
Share:

টিএমসিপির গোষ্ঠী-বিবাদ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

Advertisement

ছাত্র সংসদে দখলদারির প্রশ্ন নিয়ে বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে প্রসন্নদেব মহিলা কলেজে। সংঘর্ষে জখম একজন ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কলেজের ছাত্র সংসদ সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম পিঙ্কি রায়। একটি গোষ্ঠীর ছাত্রীরা বিরোধী গোষ্ঠীর ছাত্রীদের গ্রেফতারের দাবিতে এ দিন সন্ধ্যা পর্যন্ত কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখায়। যদিও ওই ঘটনা নিয়ে কলেজের অধ্যক্ষ শান্তা ছেত্রী কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “আমি কলকাতায় আছি কি হয়েছে বলতে পারব না।” ওই কলেজের ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের দখলে কলেজ ছাত্রীদের সূত্রে জানা গিয়েছে, সংসদে আধিপত্য কার থাকবে ওই প্রশ্নে কয়েকদিন থেকে সংগঠনের দুটি গোষ্ঠীর মধ্যে চাপানউতোর চলছে। এদিন বিকেলের পরে তা প্রকাশ্যে চলে আসে। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ডালিয়া ভট্টাচার্য অভিযোগ করেন, তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার উসকানিতে তাঁর অনুগামী ছাত্রীরা এদিন কলেজ ছুটির পরে তাঁদের উপরে হামলা চালায়। তিনি বলেন, “আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। মারধর করে।” যদিও বিরোধী গোষ্ঠীর ছাত্রীরা ওই অভিযোগ অস্বীকার করেন।” নিশা রাই নামে তৃতীয় বর্ষের এক ছাত্রী পাল্টা অভিযোগ করেন, কয়েকজন ছাত্র সংসদকে কুক্ষিগত করে রেখেছে। ওই ঘটনার প্রতিবাদ করায় তাঁদের উপরে আচমকা হামলা চালানো হয়। এ দিকে আনন্দচন্দ্র কলেজের পরে প্রসন্নদেব মহিলা কলেজে দলের ছাত্র সংগঠনের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে পড়েন জেলা তৃণমূল নেতৃত্ব। দলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, “খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

গুলিচালনায় শাস্তির দাবি
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা

বক্সা ব্যাঘ্র প্রকল্পের বালাপাড়া জঙ্গলে বনকর্মীদের গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করে গুলি চালনায় যুক্ত বনকর্মীদের শাস্তির দাবি তুলল আরএসপি প্রভাবিত উত্তরবঙ্গ ফরেস্ট মজদুর ইউনিয়ন। ওই সংগঠনের সভাপতি নির্মল দাস বলেন, “গুলিবিদ্ধ দুই বস্তিবাসীর বিরুদ্ধে বনদফতরের আনা কাঠচুরির অভিযোগ মিথ্যা। ওরা এদিন জ্বালানি কাঠ সংগ্রহ করতে জঙ্গলে যান। অথচ ওই নিরহ গ্রামবাসীর উপর অন্যায় ভাবে গুলি চালিয়েছে বনকর্মীরা। এই অন্যায়ের তীব্র নিন্দা করছি। ঘটনার সঠিক তদন্ত ও অভিযুক্ত বনকর্মীদের শাস্তির দাবি জানাচ্ছি।” সোমবার বনকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য-সহ দু’জন গুলিবিদ্ধ হন। তাঁরা জঙ্গলে কাঠ চুরির চেষ্টা করছিল বলে অভিযোগ। গুলিবিদ্ধ নির্যবান বসুমাতা নবকুমার নার্জিনারির বাড়ি বালাপাড়া বস্তিতে। নির্যবান বসুমাতা আরএসপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রী অনিভা বসুমাতা চ্যাংমারি পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য। পরে বনবস্তির বাসিন্দাদের একাংশ স্থানীয় বিট অফিসে হামলা চালায়। তাদের হামলায় এক বনকর্মী জখম হন। গুলিবিদ্ধ দুই জনের পায়ে ও হাতে গুলি লেগেছে। বনকর্মীরাই জখম দু’জনকে হাসপাতালে ভর্তি করান। পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “অভিযোগ জমা পড়েছে। এর ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।”

ঠাঁই মিলল শিশুর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

হাসপাতালের নার্স, চিকিৎসকরা তাকে ডাকতেন ‘বেবি’ বলে। জন্মাবার পর পরিবারের লোকেরা তাকে শিলিগুড়ি টাউন স্টেশন চত্বরে ফেলে রেখে যায়। রেল পুলিশ উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেই থেকে সদ্যোজাত ওই শিশু কন্যার স্থান হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত আড়াই মাস ধরে নার্স চিকিৎসকদের কাছে বড় হচ্ছিল সে। হাসপাতাল থেকেই তার খাবার প্যাকেটের দুধের ব্যবস্থা করা হত। নার্সরা, চিকিৎসকরা শিশুটির জন্য কেউ পোশাক এনে দিতেন, কেউ নিয়ে আসতেন খেলনা। মঙ্গলবার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে ওই শিশুকে তুলে দেওয়া হল তিনধরিয়ার মিশনারিজ অব চ্যারিটি কর্তৃপক্ষের হাতে। এ দিন তাদের দুই সদস্যা সিস্টার অ্যানসেভিকা এবং সিস্টার অনিমানন্দার হাতে তাকে তুলে দেন মেডিক্যল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকরা। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সূত্রে জানা যায়, আপাতত সংস্থায় শিশুটিকে রাখার ব্যবস্থা করা হয়েছে। শিশুবিভাগের প্রধান মৃদুলা চট্টোপাধ্যায় বলেন, “গত ২৯ মে শিশুটিকে পুলিশ উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছিল। সে সময় ওই সদ্যোজাতের শরীর ঠান্ডা হয়ে পড়েছিল। ওই অবস্থা থেকে চিকিৎসা করে তাকে বাঁচানো হয়েছে। আড়াই মাস ধরে বিভাগের চিকিৎসক, নার্সদের কোলেপিঠে বড় হচ্ছিল। কিন্তু হাসপাতালে এই ভাবে বেশি দিন রাখা তো সম্ভব নয়।” তাই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে এ দিন তাকে ওই স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয়।

বিচারক অসুস্থ, সাক্ষ্যদান হয়নি
​নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

বিচারক অসুস্থ থাকায় ঘুরে যেতে হল ফালাকাটা থেকে আসা নিকিতার বাবা কানু দত্ত, এক সাক্ষী গৌতম পালকে। মঙ্গলবার সওয়া ১১টা নাগাদ অতিরিক্ত দায়রা আদালতে সরাকারি, অভিযুক্তদের আইনজীবীরা উপস্থিত হন। ছিলেন দুই সাক্ষী ও তিন অভিযুক্ত। নিকিতার বাবাকে সাক্ষ্য গ্রহণের জন্য কাঠগড়ায় দাঁড় করান সরকারি আইনজীবী। বিচারক জানান, তাঁর শরীর খারাপ রয়েছে। এ দিন সাক্ষ্য গ্রহণ হবে না। সরকারী আইনজীবী জহর মজুমদার বলেন, “বিচারক সোমেশ পালের দাঁতের সমস্যা থাকায় তিনি ভাল করে কথা বলতে পারছেন না। তাই এদিন সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। বিচারক সেপ্টেম্বর মাসের ১৮ ও ১৯ তারিখ ফের সাক্ষ্য গ্রহণের দিন স্থির করেছেন।” কানু বাবু বলেন, “এই নিয়ে তিন দিন ঘুরে গেলাম। সাক্ষ্য গ্রহণ শুরু হল না। ফের সেপটেম্বরে আসতে হবে।” এ দিন আদালতে মূল অভিযুক্ত তাপস দাস ওরফে খুলু, বিজিত দত্ত, গোপাল আচর্যকেও উপস্থিত করা হয়েছিল। তাপসের আইনজীবী সমীর সরকার বলেন, “আমরা প্রস্তুত ছিলাম।”

দুর্ঘটনায় মৃত ছাত্র
নিজস্ব সংবাদদাতা • চাঁচল

সাইকেলে চেপে পড়তে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হল। মালদহের সামসি-রতুয়া রাজ্য সড়কের উপর রতনপুরে সামসি হিমঘরের সামনে মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সাহিদ আফ্রিদি (১৫)। বাড়ি রতুয়ার ভাদো বোলদিয়াপাড়ায়। দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক সহ চালককে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ভাদো বিএসবি হাই স্কুলের ছাত্র সাহিদ সামসিতে একটি মেসে থেকে পড়াশুনা করত। এদিন পড়তে যাওয়ার পিছন থেকে ট্রাক আসতে দেখে সে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল নিয়ে ট্রাকের তলায় পড়ে। হাসপাতালের পথে তার মৃত্যু হয়।

মেজাজ হারালেন বিধায়ক
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

দুর্ঘটনায় স্কুল ছাত্রী জখম হওয়ার ছয় দিন পরেও অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। তা নিয়ে স্মারকলিপি দিতে গিয়ে মেজাজ হারালেন আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায়। মঙ্গলবার শহরের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়া মিছিল করে শহরে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ, ইভটিজারদের দৌরাত্ম্য নিয়ে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। বিষয়টি নিয়ে কথা বলতে তিনি সুপারের অফিসে পৌঁছন। পরে বিধায়ক পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আলিপুরদুয়ার থানার আইসি তাঁকে জানান, ছাত্রীর পরিবার মীমাংসার জন্য ফোন করছে। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিধায়ক।

কাঞ্চনজঙ্ঘায় প্রতিবাদ সভা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

কেন্দ্রের বিমা সংশোধনী বিলের প্রতিবাদে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রতিবাদ সভা হল। জলপাইগুড়ি বিভাগীয় বিমা কর্মচারি সমিতির উদ্যোগে এই সভা হয়। মূলত, বিমা ক্ষেত্রে বিদেশী বিনিয়োগ ২৬ শতাংশ থেকে ৪৯ শতাংশ করার সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। সংগঠনের সহ সভাপতি মনোজ নাগ বলেন, “এনডিএ সরকার ১৯৯৯ সালে বিমায় বিদেশী বিনিয়োগের প্রস্তাব দেয়। তাতে লাভের কথা বলা হয়েছিল। কিন্তু আদতে তা হয়নি।” এর ফলে দেশীয় কিছু বিমা সংস্থা ভবিষ্যতে উঠেও যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনেরও সিদ্ধান্ত নেন বিমা কর্মচারীরা।

নতুন ভবন
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বপ্নতোরণের’ নতুন ভবনের উদ্বোধন করা হল মঙ্গলবার। প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করতে শহরের সেনপাড়ায় প্রাক্তন সিপিএম সাংসদ মহেন্দ্র রায়ের ৯ লক্ষ ৯৬ হাজার টাকা আর্থিক সাহায্যে ওই ভবনটি তৈরি করা হয়েছে। সেখানে ৬০ প্রতিবন্ধী হাতের কাজের প্রশিক্ষণ নিচ্ছেন। ওই সংস্থার কর্ণধার দেবাশিস চক্রবর্তী জানান, গত বছর ৯০ জন প্রশিক্ষণ নিয়েছেন। ঘরের ব্যবস্থা হওয়ায় এবার আরও বেশি প্রতিবন্ধী ছেলেমেয়ে প্রশিক্ষণের সুযোগ পাবে।

দুষ্কৃতী চক্রের হদিস
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

জালনোটের কারবার চক্রের খোঁজে এক দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে তল্লাশি শুরু করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। আবাতুন পাল নামে মোহিতনগরের রাহুত বাগান এলাকার বাসিন্দা ওই দুষ্কৃতীকে ৮ অগস্ট সাড়ে ১২ হাজার জাল টাকা-সহ মালকানি থেকে পুলিশ ধরে। আদালতে তোলার পর ৫ দিনের জন্য নিজের হেফাজতে নিয়েছে পুলিশ। এর পরে রাজগঞ্জ ও লাগোয়া বিভিন্ন এলাকায় তাকে সঙ্গে নিয়ে জাল নোট চক্রের সন্ধানে তল্লাশি শুরু করে কোতোয়ালির পুলিশ।

সুব্রত কাপে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

সুব্রত কাপ স্কুল ফুটবলের নর্থ জোনে অনূর্ধ্ব ১৭ মেয়েদের চ্যাম্পিয়ন হল আইবি থাপা নেপালি স্কুল। শিলিগুড়ির প্রধাননগরের বাঘাযতীন হাইস্কুল মাঠে তারা নেপালি কল্যাণ হাইস্কুলকে হারায়। অনূর্ধ্ব ১৪ ছেলেদের বিভাগে শ্রীগুরু বিদ্যামন্দির এবং কবি সুকান্ত হাইস্কুলের মধ্যে খেলা ভেস্তে যায়।

সম্পত্তি-তালিকা জমা দিলেন ট্রাস্ট কর্তৃপক্ষ

এপ্রিল থেকে জুন পর্যন্ত বিক্রি করা হয়েছে এমন দেবোত্তর সম্পত্তির তালিকা জেলা আদালতে জমা দিল দেবোত্তর ট্রাস্ট বোর্ড। মঙ্গলবার। দেবোত্তর কর্তৃপক্ষকে ১১ জুলাই জেলা জজ ওই তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন। এ দিন দেবোত্তরের অধীন সব মন্দির ও দেব সম্পত্তির তালিকাও জমা দেওয়া হয়। আদালতের নির্দেশ মেনে রাসচক্রের কাঠ বিক্রির উদ্যোগের কারণ জানিয়েছেন তাঁরা। ১৯৯৩ সালে জেলাশাসক তথা দেবোত্তর সভাপতি রাজ্য সরকারের কাছে ট্রাস্ট বোর্ডের মালিকাধীন গয়না বিক্রি করে প্রাপ্য অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জমা রাখার আবেদন জানান। সরকার তখন রাজ্যের আইনি পরামর্শদাতার দ্বারস্থ হয়। সেখানে ওই প্রস্তাব খারিজ করে কোচবিহারের সব দেববিগ্রহ ‘চিরশিশু’ আখ্যা দিয়ে জেলা বিচারককে আইনি অভিভাবক করা হয়। কোনও সম্পত্তি বিক্রি, হস্তান্তরে জেলা বিচারকের অনুমতি নিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। দেবোত্তর ট্রাস্টের সভাপতি, জেলাশাসক পি উল্গানাথন জানান, আদালতের নির্দেশে সব তথ্য জানানো হয়েছে।

বিপাকে হলদিবাড়ি পুরসভা

রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে বিপাকে হলদিবাড়ি পুরসভা। কারণ, পুর এলাকাকে যানজট মুক্ত করতে হলদিবাড়ি পুরসভা একমুখী রাস্তার পরিকল্পনা নিয়েছে। সে জন্য একটি লেভেল ক্রসিং তৈরি দরকার। রেলের নিউ জলপাইগুড়ির এরিয়া ম্যানেজার পার্থ শীল বলেন, “রেল থেকে আর কোনও লেভেল ক্রসিং তৈরি করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা এবং সরকার কোথাও লেভেল ক্রসিং তৈরির প্রস্তাব দিলে আন্ডারপাস অথবা ফ্লাইওভার বানানো হতে পারে। টাকা রাজ্যকে দিতে হবে।” হলদিবাড়ি পুরসভা সম্প্রতি যানজট এড়াতে শহরের কয়েকটি রাস্তা একমুখী করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী, সমস্ত যানবাহন লেভেল ক্রসিং পার হয়ে শহরের দক্ষিণ অংশ দিয়ে হলদিবাড়ি পুরসভার ৮, ৯ এবং ১০ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল নেতাজি স্ট্যাচুর সামনে জলপাইগুড়িগামী মূল রাস্তায় উঠবে। পুরসভার চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ বলেন, “রেল হাত তুলে নিলে কিছু করার নেই। সরকার, এলাকার সাংসদ, বিধায়কের সঙ্গে আলোচনা করে দেখতে হবে।”

বন্ধ বিদ্যুৎ দফতর

বাগানে শ্রমিক আবাসানে বিদ্যুৎ চালু না হওয়ায় বিদ্যুৎ দফতরের কাজ বন্ধ করল তৃণমূল। মঙ্গলবার কালচিনির বিদুৎ দফতরে ম্যানেজারের দফতর বন্ধ রাখেন তৃণমূল সমর্থকরা। অভিযোগ, বকেয়া বিদুতের বিল মেটানো হলেও ডিমা চা বাগানের শ্রমিক আবাসনে বিদুৎ দেওয়ার কাজ শুরু হয়নি। রাজ্য বিদুৎ বণ্টন দফতরের আলিপুরদুয়ারের ডিভিশনাল ম্যানেজার দীপঙ্কর দাস বলেন, “ডিমা চা বাগানে প্রায় ৮ লক্ষ টাকা বকেয়া। বর্তমানে প্রতিটি শ্রমিকের নামে আলাদা মিটার দেওয়া হবে। পুরনো মিটারের বকেয়া মেটালে নতুন মিটার দেওয়া হবে।” ব্লকের তৃণমূল নেতা মোহন শর্মা বলেন, “প্রায় দশ বছর ধরে চা বাগানে দু’হাজার শ্রমিক আবাসনে বিদুৎ নেই। বকেয়ার সিংহভাগ মেটানো হলে কাজ শুরু করেনি বিদ্যুৎ দফতর। সংযোগ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্টেশন ম্যানেজারের দফতরের কাজ বন্ধ রাখা হয়েছে।”

পঞ্চায়েতে ক্ষোভ

একশো দিনের কাজ, জল প্রকল্পের কুয়োর কাজের মত একাধিক ক্ষেত্রে পঞ্চটায়েতে দুর্নীতিতে জড়িত অভিযোগে পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে প্রধানকে স্মারকলিপি জমা দিল তৃণমূল। মঙ্গলবার ডুয়ার্সের মালবাজার ব্লকের রাজা়ডাঙা পঞ্চায়েতে। তৃণমূলের অভিযোগ, কাজ না করেও যেমন বিল করা হচ্ছে, তেমনই স্বজনপোষণ জড়িত সিপিএম পরিচালিত পঞ্চায়েত।

স্মারকলিপি পেশ

পাটের দাম বাড়ানোর দাবিতে মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিলেন বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত কিষান সভার সদস্যরা। মঙ্গলবার মহকুমাশাসকের দফতরে। সংগঠনের অভিযোগ কুইন্ট্যাল প্রতি দাম কমপক্ষে ৫ হাজার টাকা করতে হবে। বর্তমানে কুইন্ট্যাল প্রতি দাম মিলছে দুহাজার টাকা। তাতে খরচ উঠছে না বলে অভিযোগ।

কুয়াশায় মোড়া দার্জিলিং ম্যাল। মঙ্গলবার রবিন রাইয়ের তোলা ছবি।

জঙ্গপানা নিয়ে ত্রিপাক্ষিক। শিলিগুড়িতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement