South Dinajpur

দক্ষিণ দিনাজপুরে বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে প্রাণ দিল ভাই! ধারালো অস্ত্রের কোপে মৃত্যু, অভিযুক্ত ফেরার

সোমবার রাতে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার মেহেন্দিপাড়া এলাকার মিশন মোড়ে ঘটনাটি ঘটেছে। ঘটনার পরেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম জিমেন টুডু। বোনের বাড়িতে এসেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৩:৩৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল ভাই! সোমবার রাতে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

সোমবার রাতে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার মেহেন্দিপাড়া এলাকার মিশন মোড়ে ঘটনাটি ঘটেছে। ঘটনার পরেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম জিমেন টুডু। বোনের বাড়িতে এসেছিলেন তিনি। সোমবার রাতে নৈশভোজের পর জিমেনের বোন নিজের ঘরে শুতে যাচ্ছিলেন। কিন্তু ঘরে ঢুকে আলো জ্বালানোর সঙ্গে সঙ্গেই তাঁর নজরে পড়ে, খাটের নীচে কেউ লুকিয়ে রয়েছে। আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে চিৎকার করে ভাইকে ডাকেন তিনি। চিৎকার শুনে জিমেন ছুটে এসে বোনের ঘরে ঢুকতেই আততায়ী খাটের নীচ থেকে বেরিয়ে তাঁর বোনের উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে চলতে থাকে ধারালো ছুরির কোপ। তাকে বাঁচাতে যান ভাই। তখনই আততায়ী জিমেনের গলায় ছুরি চালিয়ে দেয়।

এর পর গুরুতর আহত অবস্থায় কোনও রকমে মিশন মোড়ে একটি ওষুধের দোকানে যান ওই যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় হরিরামপুর থানার পুলিশ। যুবকের মৃতদেহ উদ্ধার করে শুরু হয় তদন্ত।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম হেমন্ত মুর্মু। মালদহ জেলার বুলবুলচণ্ডী এলাকার কানতুরকা গ্রামের বাসিন্দা ওই যুবকের সঙ্গে নিহতের বোনের প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ। স্থানীয়েরাও জানিয়েছেন, মাস তিনেক আগে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়েছিল হেমন্তের। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। কিন্তু কিছু দিন পর তরুণী জানতে পারেন, হেমন্ত বিবাহিত। স্ত্রী-সন্তানও রয়েছে তাঁর। এর পরেই তিনি ওই সম্পর্কে ইতি টানতে চান। কিন্তু হেমন্ত তা মেনে নিতে পারেননি। সম্ভবত সেই রাগ থেকেই তরুণীকে খুনের পরিকল্পনা করেন তিনি। তার পর রবিবার রাতে হেমন্ত চুপিসারে তরুণীর মেহেন্দিপাড়ার বাড়িতে ঢুকে পড়েন।

হামলায় ওই তরুণীও আহত হয়েছেন। অন্য দিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গঙ্গারামপুরের এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হবে। কী কারণে এমন ঘটনা ঘটল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement