Ho Chi Minh

নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেও জয়ী, ‘অজানা কারণে’ হো চি মিনের বাড়িতে হানা বিএসএফ ও পুলিশের!

গ্রামবাসীদের অনুমান, কারও অভিযোগের ভিত্তিতে তল্লাশি। তবে তল্লাশিতে কী পাওয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ০২:৫০
Share:

হো চি মিন। —ফাইল চিত্র।

হো চি মিনের বাড়িতে চলল তল্লাশি! তবে এই হো চি মিন ভিয়েতনামের বামপন্থী নেতা নন।ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে কুমারগঞ্জ ব্লক। ওই ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর গ্রামে বিগত কুড়ি বছর ধরে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়লাভ করেন হো চি মিন চৌধুরী। তাঁরই বাড়িতে শুক্রবার সকাল থেকে যৌথ তল্লাশি চালাল বিএসএফ ও কুমারগঞ্জ থানার পুলিশ।

Advertisement

গ্রামবাসীদের অনুমান, কারও অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি। তবে তল্লাশিতে কী পাওয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। হো চি মিন তাঁর মাটির পৈতৃক ভিটে বাড়ি বেশ কয়েক বছর আগে বিক্রি করে তৈরি করিয়েছেন পাকা বাড়ি। পৈতৃক ভিটে বাড়ি যাঁরা কিনেছেন কর্মসূত্রে তাঁরা থাকেন দিল্লিতে। দুই বাড়িতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চালানো হয় তল্লাশি। জানা গিয়েছে, যৌথ তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন পুলিশের একাধিক আধিকারিক। ছিলেন বিএসএফের ৫৭ ব্যাটেলিয়নের জওয়ানেরাও।

প্রায় পাঁচ ঘণ্টা ধরে চালানো হয় তল্লাশি। —নিজস্ব চিত্র।

স্থানীয়েরা জানাচ্ছেন, তল্লাশির সময় হো চি মিন বাড়িতে ছিলেন না। তাঁর মা জয়নুরের অবশ্য দাবি, ছেলে বাজারে গিয়েছে। তিনি বলেন, ‘‘তল্লাশি থেকে কিছুই পাওয়া যায়নি।’’ গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, বিশেষ ভাবে সক্ষম হো চি মিনকে সাহায্য করার জন্য সবসময় তাঁর সঙ্গে এক জন যুবক থাকেন। গ্রামবাসীদের দাবি, কার বিরুদ্ধে কী অভিযোগ তা এখনও স্পষ্ট নয়। এই প্রসঙ্গে বিএসএফ বা পুলিশের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement