মালদহ সীমান্তে উদ্ধার বিস্ফোরক

তাড়া করে এ বার ভারত বাংলা সীমান্ত এলাকা থেকে বিস্ফোরক উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী। বাহিনী সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে মালদহ জেলার ইংরেজ বাজার থানা এলাকার নাদিরখানায় হানা দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ১৯:০৫
Share:

তাড়া করে এ বার ভারত বাংলা সীমান্ত এলাকা থেকে বিস্ফোরক উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী। বাহিনী সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে মালদহ জেলার ইংরেজ বাজার থানা এলাকার নাদিরখানায় হানা দেওয়া হয়। হাতে ব্যাগ নিয়ে এক সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। কিন্তু, তাঁকে তাড়া করলে তিনি পালিয়ে যান। তবে, ওই এলাকা থেকে একটি ব্যাগটি উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী। সেখানে ২.৭ কিলোগ্রাম বিস্ফোরক পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ওই বিস্ফোরক ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও বাহিনী সূত্রে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement