মুখ্যমন্ত্রীর প্রশ্নের পরে নতুন বাস

মুখ্যমন্ত্রী জেলা ছাড়ার তিনদিন পরেই শুক্রবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে স্টেশন পর্যন্ত চালু হয়ে গেল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪১
Share:

উদ্বোধন: নতুন বাস চালু হল মালদহে। নিজস্ব চিত্র

মালদহ রেল স্টেশন থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোনও বাস চলে না? মঙ্গলবার মালদহের প্রশাসনিক বৈঠকে এমনই প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন উত্তর মিলেছিল ‘না’। কিন্তু মুখ্যমন্ত্রী জেলা ছাড়ার তিনদিন পরেই শুক্রবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে স্টেশন পর্যন্ত চালু হয়ে গেল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা।

Advertisement

এ দিন বিকেলে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বাসটি ছেড়ে স্টেশনে যায়। বাসযাত্রার সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন। সেখানে ছিলেন জেলা পরিবহণ বোর্ডের সদস্য দুলাল সরকার, এনবিএসটিসির মালদহ ডিপো ইনচার্জ গৌতম ধর, বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, অধ্যাপক ও পড়ুয়ারা।

মঙ্গলবার বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই ওই ছাত্রছাত্রীদের কাছ থেকে তাঁদের সমস্যার কথা শুনতে চান। চার পড়ুয়া তাঁদের বক্তব্যও রাখেন। সেসময় খোদ মুখ্যমন্ত্রীই প্রশ্ন করেন, মালদহ রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোনও বাস চলে না? বিশ্ববিদ্যালয় থেকে একটি বাস অন্তত চলা দরকার বলেও মন্তব্য করেন তিনি। সভায় থাকা জেলা পরিবহণ বোর্ডের সদস্য দুলাল সরকার সেদিন জানিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ের একেবারে গা ঘেঁষেই রয়েছে গৌড়কন্যা বাস টার্মিনাস এবং সেখান থেকে ছাড়া সব বাস সমস্তই বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যায়। কিন্তু স্টেশন পর্যন্ত কোনও বাস যায় না।

Advertisement

প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর ওই প্রশ্ন সভায় হাজির থাকা পরিবহণ সচিবের মাধ্যমে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছয়। মন্ত্রীর নির্দেশেই তড়িঘড়ি বিশ্ববিদ্যালয় থেকে স্টেশন পর্যন্ত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিন বিকেল সাড়ে তিনটেয় সেই বাস পরিষেবা চালুও হয়েছে।

দুলাল সরকার বলেন, বাসটি এখন প্রতিদিন বিকেল চারটে নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে স্টেশন যাবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে কোন কোন সময়ে বাসটি চালানো যায় তার সময়সূচি ঠিক করা হবে। একই কথা জানিয়েছেন এনবিএসটিসির মালদহ ডিপোর ইনচার্জ গৌতমবাবুও। উপাচার্য স্বাগতবাবু বলেন, ‘‘খুবই প্রশংসনীয় উদ্যোগ। মুখ্যমন্ত্রী বিষয়টি উত্থাপন করার পর এত দ্রুত যে বাস পরিষেবা চালু হবে তা ভাবতেই পারিনি।’’ এ দিন বাসটি স্টেশন গেলেও পড়ুয়ার সংখ্যা ছিল হাতেগোনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এদিন প্রথম পরিষেবা চালু হল বলে অনেকেই বিষয়টি জানেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন