ব্যবসায়ীকে মার, ছিনতাই ৩ লক্ষ

দাবি মতো চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ী ও তাঁর গাড়ির চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো দুর্গাপুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। এমনকি, তাঁদের কাছে থাকা তিন লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার রাতে মালদহের ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুচর এলাকার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৭
Share:

দাবি মতো চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ী ও তাঁর গাড়ির চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো দুর্গাপুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। এমনকি, তাঁদের কাছে থাকা তিন লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার রাতে মালদহের ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুচর এলাকার ঘটনা। আক্রান্ত ব্যবসায়ী মালদহ মেডিক্যালে হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

রাতেই ঘটনার পরিপেক্ষিতে ইংরেজবাজার থানায় পুজো উদ্যোক্তাদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন গাড়ির চালক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আহত ব্যবসায়ী সেরাজুল শেখ কালিয়াচকের পটলডাঙা গ্রামের বাসিন্দা। তাঁর আঘাত গুরুতর থাকায় মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। চালক মাসিদুর রহমানকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এলাকায় ট্রাক নিয়ে যাচ্ছিলেন কালিয়াচকের পটল ডাঙার বাসিন্দা সেরাজুল শেখ। অভিযোগ, কল্যান সমিতির জনা দশেক যুবক তাঁদের পথ আটকে হাজার টাকা চাঁদা দাবি করে। ২০০ টাকা দিতে তাঁরা রাজি হন। তবে তা নিতে অস্বীকার করে পুজো উদ্যোক্তারা। এই নিয়েই শুরু হয়ে যায় দুইপক্ষের মধ্যে বচসা। তারপরে বাঁশ, লাঠি দিয়ে সেরাজুল বাবু ও গাড়ির চালক মাসিদুর রহমানকে মারধর করা হয়। এমনকি, তাঁদের কাছে থাকা তিন লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন কল্যান সমিতির পুজো কমিটির সম্পাদক অমিতাভ শেঠ। তিনি বলেন, ‘‘এখনও আমাদের চাঁদা তোলা শুরু হয়নি। এখানে আমাদের ক্লাবের কেউ যুক্ত নেই।’’

Advertisement

মালদহ মার্চেন্ট চেম্বার অফ কর্মাসের মালদহ জেলা সম্পাদক উজ্জ্বল সাহা ঘটনার জেরে ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি তুলেছেন। তিনি বলেন, ‘‘যাতে চাঁদার জুলুম না হয় তার জন্য জেলা পুলিশ ও প্রশাসনের দারস্থ হব আমরা।’’ মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা সমস্ত বিষয়ই খতিয়ে দেখছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন