মোর্চার প্রার্থী তৃণমূলে

মোর্চার টিকিট পাওয়া প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। শনিবার মিরিকের ৫ নম্বর ওয়ার্ডের গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী সন্ধ্যা ওয়াইবা তৃণমূলের পতাকা হাতে নিয়ে দলবদলের সরকারি ঘোষণা করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০২:২৫
Share:

প্রতীকী ছবি।

মোর্চার টিকিট পাওয়া প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। শনিবার মিরিকের ৫ নম্বর ওয়ার্ডের গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী সন্ধ্যা ওয়াইবা তৃণমূলের পতাকা হাতে নিয়ে দলবদলের সরকারি ঘোষণা করেছেন।

Advertisement

ইতিমধ্যেই মিরিকের মহকুমা শাসককে চিঠি দিয়ে সন্ধ্যা জানিয়েছেন, তিনি মোর্চার হয়ে ভোটে লড়ছেন না। আজ, রবিবার মিরিক বাজারে তৃণমূলের জনসভা রয়েছে। জনসভায় মূল বক্তা রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। সব কিছু ঠিকঠাক থাকলে এই সভায় উপস্থিত থাকবেন সন্ধ্যাও। মোর্চা নেতৃত্বের তরফে অবশ্য দাবি করা হয়েছে এই ঘটনার কোনও প্রভাব পড়বে না। ওই ওয়ার্ডেরই এক নির্দল প্রার্থীকে সমর্থন করছে মোর্চা।

এর আগে মোর্চার প্রবীণ নেতা লালবাহাদুর রাইকে দলে টেনেছে তৃণমূল। তাঁর নেতৃত্বে মোর্চার নেতা-কর্মীদের বড় অংশ ঘাসফুলের পতাকা তুলে নিয়েছে বলে দাবি তৃণমূলের। এ বার মোর্চার ঘোষিত প্রার্থীও দলে চলে আসায় শুধু ৫ নম্বর নয় অন্যান্য ওয়ার্ডেও প্রভাব পড়বে বলে দাবি তৃণমূল নেতাদের। দলের পাহাড় কমিটির সভাপতি রাজেন মুখিয়া বলেন, ‘‘সন্ধ্যা ওয়াইবা পার্টি অফিসে এসে দলের পতাকা নিয়েছেন। আগামীকাল প্রকাশ্যে তিনি তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি জানাবেন। মোর্চার অন্দরে ভাঙন শুরু হয়েছিল মাসখানেক আগে। এখন তা ভয়াবহ আকার ধারণ করেছে। বহু মোর্চা কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’’

Advertisement

মিরিকে মোর্চার অন্দরে নানা বিষয়ে মতান্তর প্রকাশ্যে এসেছে। হস্তক্ষেপ করতে হয়েছে দলের প্রধান বিমল গুরুঙ্গকেও। কয়েকটি ওয়ার্ডে প্রার্থী পদ নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মোর্চা সমর্থকরা। ৫ নম্বর ওয়ার্ড সে গুলির মধ্যে অন্যতম। কোনও ওয়ার্ডে গুরুঙ্গ নির্দেশ দেন ঘোষিত প্রার্থীকেই মানতে হবে। কোনও ওয়ার্ডে প্রার্থী বদলের সিদ্ধান্ত নেন। মোর্চার দাবি, ৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের যখন সিদ্ধান্ত হয়েছে তত দিনে মনোনয়ন প্রত্যাহারের সময় পেরিয়ে গিয়েছে। সে কারণে ঘোষিত প্রার্থীর বদলের মোর্চা নেতা-কর্মীরা এক নির্দল প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করেন। এর প্রতিবাদেই সন্ধ্যা লড়াই থেকে সরে দাঁড়িয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে মনে করছেন মোর্চা নেতারা। মোর্চার এক কেন্দ্রীয় কমিটির নেতার কথায়, ‘‘এ বিষয়ে যা বলার আমাদের দলনেতাই বলবেন। শুধু এতটুকু বলতে পারি আমাদের কোনও ক্ষতি হয়নি। ৫ নম্বর ওয়ার্ডে আমাদের আসল প্রার্থী কে সেটা কর্মী-সমর্থকরা তো বটেই বাসিন্দারাও জানেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন