ডেঙ্গি রুখতে কামান

স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখেই এবার স্কুলে স্কুলে মশা মারার কাজ শুরু করেছে ইংরেজবাজার ব্লক। ‘‘নিরাপদ শিক্ষাঙ্গন’’ নামে জেলায় একমাত্র এই ব্লকই প্রতি ছুটির দিনে কাজ শুরু করেছে। রবিবার ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকার স্কুল, শিশুশিক্ষা কেন্দ্রে এ দিন থেকে কামান দাগা ও স্প্রে করা শুরু হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইংরেজবাজার শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৮ ০৩:৫৫
Share:

রক্ষা: মশার হাত থেকে রক্ষা পেতে পুরসভার উদ্যোগ। নিজস্ব চিত্র

মালদহের গ্রামাঞ্চলেও ডেঙ্গির প্রকোপ বাড়ছে। গত বছর গ্রামাঞ্চলে সাড়ে ন’শোর বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হন। এঁদের মধ্যে ছিল স্কুল পড়ুয়ারাও। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মশা মারতে কামান দাগা, তেল স্প্রে করা শুরু হয়েছে।

Advertisement

স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখেই এবার স্কুলে স্কুলে মশা মারার কাজ শুরু করেছে ইংরেজবাজার ব্লক। ‘‘নিরাপদ শিক্ষাঙ্গন’’ নামে জেলায় একমাত্র এই ব্লকই প্রতি ছুটির দিনে কাজ শুরু করেছে। রবিবার ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকার স্কুল, শিশুশিক্ষা কেন্দ্রে এ দিন থেকে কামান দাগা ও স্প্রে করা শুরু হল।

অভিযোগ ছিল, কর্মসূচি থেকে ব্রাত্য রয়ে যাচ্ছে স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। অথচ স্কুল, মাদ্রাসা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে হাজার হাজার ছেলেমেয়েরা পড়ে। পড়ুয়ারা দিনে দু-থেকে অন্তত পাঁচ ঘন্টা স্কুলেই কাটায়। কিন্তু সেখানে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

Advertisement

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ২০১৭-তে মালদহে ডেঙ্গিতে মোট আক্রান্ত হয়েছিলেন ১৫৮৯ জন, এর মধ্যে ৯৭১ জনই গ্রামাঞ্চলের। কিন্তু অভিযোগ, ইংরেজবাজার ও পুরাতন মালদহ- এই দুই শহরে ডেঙ্গি প্রতিরোধে মশা মারতে কামান দাগা, তেল স্প্রে, গাপ্পি মাছ ছাড়া, বাড়ি বাড়ি সমীক্ষা হলেও তার ছিটেফোঁটা পদক্ষেপও হয়নি জেলার ১৫টি ব্লকে। বিক্ষিপ্তভাবে কিছু কিছু ব্লকে ব্লিচিং ছিটোনো আর সচেতনতা প্রচার হয়েছে শুধু।

এবার আলাদা করে শুধু গ্রামাঞ্চলের জন্যই ডেঙ্গি প্রতিরোধে তৈরি করা হয়েছে ‘‘ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্ল্যান” বা ‘‘পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ পরিকল্পনা।’’ পরিকল্পনা অনুযায়ী গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সমীক্ষা, নিকাশি নালা, জঞ্জাল সাফাই, মশা মারার তেল স্প্রে, কামান দাগা সবই শুরু হয়েছে। কিন্তু গ্রামেই থাকা স্কুল, মাদ্রাসা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চত্বরে কিন্তু কোনও কামান দাগা বা তেল স্প্রে করা হচ্ছে না বলে খবর। তবে জেলার ১৫ টি ব্লকের মধ্যে এ বার একমাত্র ইংরেজবাজার ব্লকই ‘‘নিরাপদ শিক্ষাঙ্গন’’ নামে এদিন থেকে ব্লকের ২১০টি প্রাইমারি, হাই স্কুল ও মাদ্রাসা এবং ৩৭৩টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেই কামান দাগা ও স্প্রের কাজ শুরু করেছে। ইংরেজবাজার ব্লকের বিডিও দেবর্ষি মুখোপাধ্যায় বলেন, ‘‘ক্লাস চলাকালীন কামান দাগলে বা তেল স্প্রে করলে ছেলেমেয়েদের শারীরিক কোনও সমস্যা হতে পারে তাই ছুটির দিন বেছে কাজটি করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন