Cattle Smuggling

Cattle Smuggling: লাঠি হাতে তাড়া-ইটবৃষ্টি, গরু পাচার আটকাতে গিয়ে মেখলিগঞ্জে আক্রান্ত পুলিশ

পুলিশ সূত্রে খবর, উচলপুকুরি গ্রাম পঞ্চায়েতের নেগ্ৰিবাড়িতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল ৩৪টি গরু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেখলিগঞ্জ শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ ১৬:৫৪
Share:

জখম পুলিশকর্মী। নিজস্ব চিত্র

গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। শনিবার এই ঘটনা ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জের উচলপুকুরিতে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন গ্রামবাসীদের একাংশ। বাঁশ এবং লাঠি নিয়েও পুলিশকে তাড়া করার অভিযোগও উঠেছে। এই ঘটনায় ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৩৪টি ভিন্‌রাজ্যের গরু। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারাও।
পুলিশ সূত্রে খবর, উচলপুকুরি গ্রাম পঞ্চায়েতের নেগ্ৰিবাড়িতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল ৩৪টি গরু। তা উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের একাংশ বাধা দেয়। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। সেই ঘটনায় ১২ জন পুলিশ কর্মী আহত হন। জনতা পুলিশের থেকে গরু ছিনিয়ে নেয় বলেও অভিযোগ। পরে মেখলিগঞ্জ থানা থেকে আরও বাহিনী গিয়ে ফের গরুগুলি উদ্ধার করে

Advertisement

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা বলেন, ‘‘পুলিশ গরু উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা ঢিল ছোড়েন। তাতে কয়েক জন পুলিশ কর্মী আহত হয়েছেন।’’ তবে আসমা বিবি নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘যাঁরা পাচারকারী পুলিশ তাঁদের না ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালায়। মহিলাদের শাড়ি ধরে টানাটানি করে। যে সব সাধারণ মানুষকে পুলিশ গ্রেফতার করেছে তাদের ছেড়ে দিক।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন