ছকভাঙা রুটিনেই এল সাফল্য

তিন কৃতীর হাত ধরে আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় উত্তরবঙ্গের নজর কাড়ল দার্জিলিং জেলা। শিলিগুড়ির নিদ্ধা এবং অরিত্র আইসিএসই পরীক্ষায় উত্তরবঙ্গের দুই অন্যতম সফল পরীক্ষার্থী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি ও দার্জিলিং শেষ আপডেট: ০৭ মে ২০১৬ ০২:৪৩
Share:

দার্জিলিঙের কৃতী মৃণাল প্রধান, পরীক্ষার ফল জানার পরে নিদ্ধা (মাঝে) এবং সাফল্যের হাসি অরিত্রের মুখেও। ছবি: রবিন রাই ও বিশ্বরূপ বসাক।

তিন কৃতীর হাত ধরে আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় উত্তরবঙ্গের নজর কাড়ল দার্জিলিং জেলা। শিলিগুড়ির নিদ্ধা এবং অরিত্র আইসিএসই পরীক্ষায় উত্তরবঙ্গের দুই অন্যতম সফল পরীক্ষার্থী। আইএসসি পরীক্ষায় ৯৮.৪ শতাংশ নম্বর পেয়ে গোটা রাজ্যের নজর কেড়েছে দার্জিলিং সেন্ট জোসেফ স্কুলের ছাত্র মৃণাল প্রধান।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় তিন সফল পরীক্ষার্থী যা জানাল, তাতে ইঙ্গিত মিলেছে ছকভাঙা রুটিনে চলাই তাদের সাফল্যের অন্যতম চাবিকাঠি। শিলিগুড়ির নির্মলা কনভেন্টের ছাত্রী হাকিম পাড়ার বাসিন্দা নিদ্ধা বসু আইসিএসইতে এবার ৯৮.৪ শতাংশ নম্বর পেয়েছে। নম্বরের ভিত্তিতে রাজ্যের প্রথম পাঁচের মধ্যে নিদ্ধাও রয়েছে। পাঁচ জন গৃহ শিক্ষক থাকলেও, দিনভর বই মুখে বসে থাকা তার স্বভাব ছিল না বলে নিদ্ধা জানাল। পড়াশোনার জন্য নির্দিষ্ট সময়ও ছিল না হিন্দি সরিয়ালের ভক্ত নিদ্ধার। নিদ্ধার বাবা একটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার ডেভেলপমেন্ট অফিসার নন্দলালবাবু জানালেন, রাত দেড়টার সময় ঘুম ভেঙে নিদ্ধাকে হিন্দি সিরিয়াল দেখতে দেখেছেন তাঁরা। তবে সামনে অঙ্ক খাতাও দেখেছেন। নিদ্ধার কথায়, ‘‘পড়াশোনার জন্য আমাকে বাড়িতে কেউ চাপাচাপি করত না। যখন পড়তে ভাল লাগত তখনই পড়তাম। সিরিয়াল বা টিভি দেখতে দেখতে অঙ্ক করতে ভাল লাগত।’’ অঙ্কে একশোয় একশো পেয়েছে নিদ্ধা। কলা বিভাগে ৯৯, বিজ্ঞানে ৯৬ পেয়েছে। আইআইটিতে পড়ার ইচ্ছে রয়েছে নিদ্ধার। ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নের সঙ্গে ভাল আঁকার চেষ্টাও চালিয়ে যায় নিদ্ধা। এ দিন সন্ধ্যায় বাড়িতে গিয়ে নিদ্ধাকে শুভেচ্ছা জানান শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।

রাত জেগে না হলেও যখনই সময় পেত কম্পিউটারে ক্রিকেট বা অন্য কোনও ‘গেম’ নিয়ে বসে যেত আপার বাগডোগরার বাসিন্দা অরিত্র দে। টানা পড়াশোনা করা তার পক্ষে সম্ভব ছিল না বলে অরিত্র জানায়। তাই ইতিহাস বই বন্ধ করে বিজ্ঞান খাতা খোলার আগে অবশ্যই একবার কম্পিটারে গেম খেলে নিত অরিত্র।

Advertisement

গুড শেফার্ড স্কুলের ছাত্র অরিত্র ৯৮ শতাংশ নম্বর পেয়েছে। অঙ্কে ১০০, কম্পিউটারে ৯৯ পাওয়া অরিত্রও আইআইটিতে পড়ার স্বপ্ন দেখে, তবে জয়েন্টের মেডিক্যাল পরীক্ষাও দেবে। অরিত্রের কথায়, ‘‘ছোট থেকেই ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে, তবে ডাক্তারি পরীক্ষাও দেব। আমি বাঁধা গতে পড়াশোনা করিনি।’’

আইএসসি পরীক্ষায় টেক্কা দিয়েছে পাহাড়। দার্জিলিঙের সেন্ট জোসেফ স্কুলের ছাত্র মৃণাল প্রধান রাজ্যের অন্যতম সেরা কৃতী। স্কুলের রেক্টর ফাদার সাজুমান বলেন, ‘‘মৃণাল বরাবরই ভাল ছাত্র। চূড়ান্ত পরীক্ষায় যে ও সফল হবে, তেমনটা আমাদের ভাবনাতেই ছিল।’’ বিজ্ঞান নিয়ে পড়া মৃণাল অঙ্কে একশোয় একশো পেয়েছে। পদার্থবিদ্যায় ৯৭ রসায়নেও ৯৮ নম্বর পেয়েছে কৃতী ছাত্র। দার্জিলিঙের কাকঝোরার বাসিন্দা মৃণালকে অবশ্য বেশির ভাগ সময়ে এলাকায় খেলতেই দেখছেন পড়শিরা। মৃণালের পিয়ানোরও মুগ্ধ বাসিন্দারা। লন্ডনের ট্রিনিটি মিউজিক কলেজে অষ্টম গ্রেডের ছাত্র মৃণাল পড়াশোনার ফাঁকে সুযোগ পেলেই পিয়ানো নিয়ে বসে পড়ত। পিয়ানোয় দক্ষ মৃণাল সফটওয়ার ইঞ্জিনিয়ার হতে চায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন