শান্তির আশ্বাস

সেই সঙ্গে ডুয়ার্স-তরাইতে শান্তি এবং ঐক্য অটুট রাখার আশ্বাসও মুখ্যমন্ত্রীকে দিয়েছেন নেতারা।

Advertisement

অনির্বাণ রায়

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ০৪:৪৬
Share:

ভাষা-বন্ধন: ইংরেজি-অলচিকি-বাংলা অভিধান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। বুধবার উত্তরকন্যায়। —নিজস্ব চিত্র।

চা শ্রমিকদের পাট্টা দিতে বাগানের উদ্বৃত্ত জায়গায় সমীক্ষার কাজে গতি আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরসা মুন্ডার নামে হিন্দি কলেজের নামকরণের প্রস্তাব মেনে নিলেন মুহূর্তে। জানিয়ে দিলেন, ৪৫ হাজারেরও বেশি পাট্টা বিলি হয়ে গিয়েছে, বাকি কাজ দ্রুত সেরে ফেলা হবে। প্রকাশ করলেন অলচিকি ভাষার অভিধান। যাতে ইংরেজি-অলচিকি-বাংলা তিন ভাষায় প্রায় সাড়ে ২৪ হাজার শব্দ রয়েছে। বুধবার উত্তরকন্যায় রাজ্যের ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক ছিল উত্তরকন্যায়। বৈঠকের পরে আদিবাসী সংগঠনের নেতারা জানিয়েছেন, তারা সন্তুষ্ট।

Advertisement

সেই সঙ্গে ডুয়ার্স-তরাইতে শান্তি এবং ঐক্য অটুট রাখার আশ্বাসও মুখ্যমন্ত্রীকে দিয়েছেন নেতারা।

কাউন্সিলের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী নিজেই। শিলিগুড়ি লাগোয়া হাতিঘিষায় হিন্দি কলেজের নামকরণ বীরসা মুন্ডার নামে করার আর্জি জানানো হয়েছিল আদিবাসী সংগঠনগুলির তরফে। বৈঠকে সেই প্রস্তাব আসামাত্র সম্মতি জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মন্ত্রীরা ছাড়াও পুলিশ-প্রশাসনের কর্তারাও উপস্থিত ছিলেন। সম্প্রতি রায়গঞ্জ, জলপাইগুড়িতে আদিবাসীদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে। সেগুলির নিয়ে যথাযথ ব্যবস্থা হয়নি বলে ক্ষোভও ছিল আদিবাসী সংগঠনগুলির। সে কারণে এ দিন কাউন্সিলের বৈঠকে উত্তরবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্ত, সিনিয়র আইপিএস অফিসার জাভেদ শামিমদেরও বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে শান্তি বজায় রাখার আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

সম্প্রতি জটিলতা তৈরি হয় রায়গঞ্জ নিয়ে। দুই আদিবাসী কিশোরীর ওপর নির্যাতনের প্রতিবাদে রায়গঞ্জ শহরে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে ক্ষোভ সামাল দিতে উদ্যোগী হন খোদ মুখ্যমন্ত্রীই। বৈঠকের শেষে তিনি বলেন, ‘‘আদিবাসীদের কিছু সমস্যা রয়েছে। সেগুলি পুলিশ-প্রশাসনকে দেখতে বলা হয়েছে। সে কারণেই এ দিন কাউন্সিলের বর্ধিত বৈঠক হয়েছে। তাতে পুলিশ অফিসারদেরও সামিল করা হয়।’’

কাউন্সিলের আমন্ত্রিত সদস্য অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সভাপতি বীরসা তীরকে বলেন, ‘‘বৈঠকে আমরা খুশি। হিন্দি কলেজের নামকরণ, পাট্টা বিলি সহ বিভিন্ন বিষয়ে আমাদের প্রস্তাব মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন। সুনির্দিষ্ট এজেন্ডার বাইরে বিশেষ আলোচনা না হলেও, ডুয়ার্স-তরাইয়ে কোনও রকম অশান্তি আমরা বরদাস্ত করব না সে কথাও মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement