ঘুষ চাওয়ার নালিশে ভূমি দফতর ঘেরাও

ঘুষের বিনিময়ে জমির কাগজ জাল করে অন্যের নামে করে দেওয়ার অভিযোগ উঠল ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মিদের একাংশের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ফালাকাটা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ০০:৫৬
Share:

ঘুষের বিনিময়ে জমির কাগজ জাল করে অন্যের নামে করে দেওয়ার অভিযোগ উঠল ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মিদের একাংশের বিরুদ্ধে।

Advertisement

এই অভিযোগে বুধবার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পরে ধর্নায় বসেন তাঁরা। দুপর বারোটা থেকে বিকাল সাড়ে চারটা পযর্ন্ত ধর্না চলে। সাত দিনের মধ্যে জমির জাল খতিয়ান ও কাগজ পত্র ফিরিয়ে নেওয়া ও জমির সঠিক কাগজ দেওয়ার আশ্বাস মিললে আন্দোলন তুলে নেওয়া হয়।

বাসিন্দাদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই নিজের নামে জমির রেকর্ড থাকার পরেও দেখা যাচ্ছে, অন্যরা ঘুষ দিয়ে সেই জমির জাল পাট্টা তৈরি করে জমি দখল করে নিচ্ছে। তাঁদের অভিযোগ, জমির ব্যাপারে ভূমি ও ভূমি রাজস্ব অফিসে জানতে গেলে কর্মীরা জমি অন্য কারও নামে হয়ে আছে বলে ভয় দেখায় ও তা ঠিক করে দেওয়ার কথা বলে ঘুষ চায়।

Advertisement

জটেশ্বরের হেদায়েত নগরের বাসিন্দা গোবিন্দ সরকার বলেন, “আমার বাবার নামে দু’বিঘা জমি আছে। ২০১২-তে হঠাৎ একদিন গ্রামের কয়েক জন পাট্টা দেখিয়ে আমাদের জমি দখল করে। পাঁচ বছরে বার বার অফিসে গেলেও জমি ফেরত হয়নি।”

এক্ষেত্রে কাগজ পত্র ঘেঁটে দেখা যায়, গোবিন্দ সরকারের জমি যাদের নামে পাট্টা হয়েছে তাদের মধ্যে দু’তিন জনের সেই সময় জন্মই হয়নি।

ফালাকাটার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক সন্তোষ লোহার বলেন, “গোবিন্দ সরকারের অভিযোগ নিয়ে সব কাগজ পত্র মহকুমা অফিসে পাঠানো হয়েছে। জাল পাট্টা নিয়ে তদন্ত করা হচ্ছে।’’ কারও জমি সংক্রান্ত কোনও অসুবিধা থাকলে সরাসরি তাঁর কাছে যাওয়ার পরামর্শ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন