ডাক্তার-নার্স বিবাদে উত্তপ্ত

দায়িত্বে থাকা নার্স শম্পা মণ্ডলের অভিযোগ, ওই চিকিৎসক সুমন বিশ্বাস মদ্যপ অবস্থায় ছিলেন। এক নার্স অসুস্থ বলে এ দিন কাজে আসতে চাননি। তাঁকে হাসপাতালে ডেকে শম্পাদেবী চিকিৎসককে দেখাতে বলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ০২:৫৮
Share:

প্রতীকী ছবি।

মদ্যপ অবস্থায় এক নার্সের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল শিলিগুড়ি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে হাসপাতালেরই এক অসুস্থ নার্সকে দেখতে পাঠালে চিকিৎসক আসেননি। নার্সিং ইনচার্জ তা নিয়ে বলতে গেলে চিকিৎসক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।

Advertisement

দায়িত্বে থাকা নার্স শম্পা মণ্ডলের অভিযোগ, ওই চিকিৎসক সুমন বিশ্বাস মদ্যপ অবস্থায় ছিলেন। এক নার্স অসুস্থ বলে এ দিন কাজে আসতে চাননি। তাঁকে হাসপাতালে ডেকে শম্পাদেবী চিকিৎসককে দেখাতে বলেন। ওই নার্স জরুরি বিভাগে গেলে চিকিৎসক তাঁকে দেখতে চাননি। শম্পাদেবী তা নিয়ে বলতে গেলে চিকিৎসক দুর্ব্যবহার করেন। ওই চিকিৎসককে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন নার্সদের একাংশ।

শম্পাদেবী দাবি করেন, শিলিগুড়ি থানায় নালিশ জানাতে গেলে পুলিশ তাঁকে ফিরিয়ে দেয়। কারণ হাসপাতাল সুপার থানায় ফোন করে ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ নিতে নিষেধ করেন। তাঁরাই বিষয়টি দেখবেন বলে তিনি পুলিশকে জানিয়েছিলেন। পরে নার্সরা একসঙ্গে থানায় গেলে অভিযোগ নেওয়া হয়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

সুমনবাবু অবশ্য জানান, ওই রোগীকে সার্জারি বিভাগে দেখানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। তাই ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল জানান, নার্সদের একাংশ এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছেন। তা হাসপাতালের তরফে তদন্ত করে দেখা হচ্ছে। তবে পুলিশকে তিনি কখনই অভিযোগ নিতে নিষেধ করেননি বলে জানান।

অন্য নার্সরা জানান, থানায় অভিযোগ নিতে না চাওয়ায় ওই নার্স অপমানিত হয়ে ফিরে আসেন। এরপরই তাঁরা সবাই মিলে থানায় যান। ওই চিকিৎসক এবং কর্মীদের একাংশ মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় হাসপাতালে আসেন বলেও অভিযোগ করেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement