জর্জরিত
Dengue

ডেঙ্গিতে সুজয়ও

শনিবার শহরে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮। শুক্রবার এই সংখ্যা ছিল ১৪১। জ্বর নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে এ দিন ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। হাসপাতালে জ্বরের রোগী ভর্তি রয়েছেন অন্তত ৮০ জন। আইডি ওয়ার্ডে প্রায় সবাই জ্বরের রোগী। তবে রক্ত পরীক্ষার রিপোর্ট সঠিক সময়ে না মেলায় চিকিৎসা করতে সমস্যা হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসকদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৭ ০২:১৪
Share:

অভিযান: মশা তাড়াতে ধোঁওয়া দেওয়া হচ্ছে নর্দমায়। শনিবার শিলিগুড়িতে। ছবি: বিশ্বরূপ বসাক

ডেঙ্গিতে আক্রান্ত হলেন ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সুজয় ঘটকও। এনএসওয়ান পরীক্ষায় সুজয়বাবুর রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে। তাই ম্যাক এলাইজা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। দিন কয়েক আগে ডেঙ্গি শক সিনড্রমে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই ওয়ার্ডের বাসিন্দা এক মহিলা। স্বাস্থ্য দফতরের যে ওয়ার্ডগুলিতে ডেঙ্গির প্রকোপ খুব বেশি বলে জানিয়েছে তার মধ্যে এই ওয়ার্ড অন্যতম।

Advertisement

শনিবার শহরে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮। শুক্রবার এই সংখ্যা ছিল ১৪১। জ্বর নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে এ দিন ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। হাসপাতালে জ্বরের রোগী ভর্তি রয়েছেন অন্তত ৮০ জন। আইডি ওয়ার্ডে প্রায় সবাই জ্বরের রোগী। তবে রক্ত পরীক্ষার রিপোর্ট সঠিক সময়ে না মেলায় চিকিৎসা করতে সমস্যা হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসকদের।

ইতিমধ্যেই শিলিগুড়িতে ডেঙ্গিতে দু’জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন মহিলা ১৬ নম্বর ওয়ার্ডের রজনীকান্ত সরণির বাসিন্দা। অপর জন ৪ নম্বর ওয়ার্ডের। পুরসভার ১২, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। ১৯, ২০, ২৯ নম্বর ওয়ার্ডেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। দিন কয়েক আগেই জ্বরে ভোগেন পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার। এখন তিনি পুরোপুরি সুস্থ নন। তাঁর ২০ নম্বর ওয়ার্ডে জ্যোতিনগর কলোনি এলাকাতেও ঘরে ঘরে জ্বর। এই পরিস্থিতিতে ডেঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত বিশ্বাস। তিনি বলেন, ‘‘এক সঙ্গে এতটা বৃদ্ধি চিন্তার বিষয়। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। রক্তের নমুনা পরীক্ষার রিপোর্টে ডেঙ্গির জীবাণু মেলার হার বেড়েছে।’’

Advertisement

মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ‘‘বাসিন্দারা সচেতন না হলে মুশকিল। নির্মাণকাজের জায়গায় জল জমে থাকলে কাজ বন্ধ করে দেওয়া হবে।’’ ইতিমধ্যেই হাসমিচক লাগোয়া কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের উল্টোদিকে একটি নির্মীয়মাণ ভবনে জল জমে থাকার বিষয়টি নজরে আসায় তা পরিষ্কার করতে মালিকপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। এ দিনও বেশ কয়েকটি ওয়ার্ডে যান তিনি। যা পরিস্থিতি তাতে পুজোর মধ্যেও ডেঙ্গির প্রকোপ চলবে বলেই মনে করা হচ্ছে। সে জন্য ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে পুজোয় সচেতনতা প্রচারের ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হয়েছে।

ছড়াচ্ছে ডেঙ্গি, বাঁচতে পরামর্শ

ডেঙ্গির চার ধরনের হয়। আমাদের এখানে সাধারণত ‘টাইপ ওয়ান’ দেখা যায়। তার সঙ্গে টাইপ-টু বা টাইপ-থ্রি হলে সেগুলো মারাত্মক হতে পারে। ডেঙ্গির বাহক মশা এডিস ইজিপ্টাই পরিষ্কার জলে জন্মায়। ডেঙ্গি আক্রান্ত মানুষের শরীর থেকে ডেঙ্গির জীবাণু মশার দেহে যায়। মশার খাদ্যনালীতে তা বংশ বৃদ্ধি করে। সেই মশা সুস্থ মানুষকে কামড়ালে তাঁর শরীরে ডেঙ্গির জীবাণু যায়। ডেঙ্গির বাহক মশার ডিম থেকে যত মশা জন্মায় সেগুলো ডেঙ্গির জীবাণু বহন করে।

কী ভাবে প্রতিরোধ

• মশারি টাঙিয়ে শোয়া বাধ্যতামূলক

• যে কোনও জায়গায় জমা জল পরিষ্কার করতে হবে

• ভোরে ও সন্ধেয় শরীর ঢাকা পোশাক পড়া

ডেঙ্গি হলে কী করবেন?

• জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিন

• বেশি করে জল খেতে হবে

• বাড়িতে বিশ্রাম নেওয়া

• নিয়মিত রক্ত পরীক্ষা জরুরি

কী করা যাবে না?

• ইচ্ছেমতো অ্যান্টিবায়োটিক খাওয়া চলবে না

• শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন

• হৃদরোগী ছাড়া অন্য কারও জ্বরে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া

বিশেষজ্ঞ চিকিৎসক শেখর চক্রবর্তীর পরামর্শ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement