শ্রমিক মৃত্যু, এ বার কেরলে

এক সপ্তাহের ব্যবধানে ভিনরাজ্য থেকে আরও এক শ্রমিকের দেহ ফিরল। কেরলে বহুতল থেকে পড়ে মৃত্যু হয় হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা নির্মাণ শ্রমিক তজিবুর রহমানের (২৮)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হরিশ্চন্দ্রপুর শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৫৪
Share:

এক সপ্তাহের ব্যবধানে ভিনরাজ্য থেকে আরও এক শ্রমিকের দেহ ফিরল। কেরলে বহুতল থেকে পড়ে মৃত্যু হয় হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা নির্মাণ শ্রমিক তজিবুর রহমানের (২৮)। সোমবার বিকেলে তালবাংরুয়ায় দেহ ফিরতেই শোকের ছায়া নেমে আসে। গত সপ্তাহেই দিল্লিতে দুর্ঘটনায় মৃত্যু হয় আখতার হোসেন নামে চাঁচলের রামপুরের এক শ্রমিকের। চাঁচল মহকুমা থেকে ভিনরাজ্যে হামেশাই এমন শ্রমিক মৃত্যু ঘটছে। তজিবুর দু’মাস আগে কেরলে যান। তিনি যে দৌলতনগর পঞ্চায়েতের বাসিন্দা, সেই এলাকায় গত এক বছর ধরে এমজিএনআরইজিস প্রকল্পের কাজ বন্ধ বলে অভিযোগ। ফলে ওই এলাকারই অন্তত তিন হাজার শ্রমিক ভিনরাজ্যে চলে গিয়েছেন বলে পঞ্চায়েত সূত্রের খবর। তালবাংরুয়া থেকেই কেরলে গিয়েছেন জনা ২৫। সরকারি প্রকল্প রূপায়ণে প্রশাসনের ভূমিকাকেই দায়ী করেছেন বিধায়ক মোস্তাক আলম।

Advertisement

যদিও পঞ্চায়েতের তৃণমূল প্রধান নজিবুর রহমান পুরনো কংগ্রেস বোর্ডকে দায়ী করে বলেন, ‘‘ওদের সময়েই ওই প্রকল্প বন্ধ হয়। দ্রুত যাতে চালু করতে উদ্যোগী হয়েছি।’’ মহকুমাশাসক সব্যসাচী রায় বলেন, ‘‘বিডিওকে খোঁজ নিয়ে দ্রুত পদক্ষেপ করতে বলছি।’’

তজিবুরের বাড়িতে তিন বছরের শিশুসন্তানকে নিয়ে রয়েছেন স্ত্রী রিজিয়া খাতুন। জেলা পরিষদের শিশু, নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ মার্জিনা খাতুন বলেন, ‘‘পরিবারটিকে সব সাহায্য করা হবে।’’ এলাকার কয়েকশো শ্রমিক গোয়ায় কাজ করেন। তাঁদের মধ্যে শেখ বাবলু, মতিউর রহমানরা বলেন, ‘‘বাধ্য হয়েই রুজির তাগিদে পাড়ি দিতে হয়। আমাদের কথা কে আর ভাবে!’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন