দেশের নজর কাড়লেন দিৎসা

ভবিষ্যতে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে চাকরি করার স্বপ্ন দেখেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ০৫:১১
Share:

মিষ্টিমুখ: দিৎসাকে মিষ্টি খাওয়াচ্ছেন মা সুমিতা। নিজস্ব চিত্র

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়ে দেশে নজরকাড়া ফল করলেন কোচবিহারের বাসিন্দা দিৎসা ঘোষ।

Advertisement

বৃহস্পতিবার ফল ঘোষণার পরেই জানা যায়, দিৎসা মোট ৫০০ নম্বরের পরীক্ষায় ৪৯৫ পেয়েছেন। মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তিনি। রাজস্থানের জয়পুরের কাছে লক্ষ্মণগড় মোদী স্কুল থেকে পরীক্ষায় বসেছিলেন দিৎসা। কোচবিহারের সেন্ট মেরিজ় স্কুল থেকে আইসিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় ৯১ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। তারপরেই রাজস্থানের লক্ষ্মণগড়ের বোর্ডিং স্কুলে ভর্তি হন। সেখানে থেকেই টানা দু’বছর পড়াশোনা করেন তিনি। এ দিন কোচবিহারের নতুন বাজারের বাড়িতে বসেই প্রথম ওই সাফল্যের খবর পেয়েছেন তিনি। তারপরেই বাড়ি উৎসবের চেহারা নেয়।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

ভবিষ্যতে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে চাকরি করার স্বপ্ন দেখেন তিনি। দিৎসার ইচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পড়াশোনার করার। দিৎসা জানান, “দিল্লিতে লেডি শ্রীরাম কলেজে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পড়তে চাই। ওই কলেজ ঘুরে এসেছি। খুব ভাল লেগেছে। আশা করছি সুযোগ পেয়ে যাব।” স্নাতক হওয়ার পর ওই বিষয়ে এমএ পাশ করে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গবেষণা করতে চান তিনি। দিৎসার মা সুমিতা ঘোষ বলেন, “মেয়ের সাফল্যে আমি দারুণ আনন্দিত। গর্বিত।” বাবা দিলীপ ঘোষ পেশায় ঠিকাদার। তিনি কাজের সূত্রে কলকাতায় আছেন। দিৎসা জানান, বাবার সঙ্গে রেজাল্টের পর কথা হয়েছে। ফোনেই আনন্দে কেঁদে ফেলেন তিনি। জেলার শিক্ষানুরাগী মহলের অনেকেই দিৎসাকে অভিনন্দন জানিয়েছেন। কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা বলেন, “ঘরের মেয়ের ওই সাফল্য দারুণ প্রাপ্তি। ওকে উৎসাহিত করতে সংবর্ধনা দেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন