Malda Medical College

সংক্রমণের আশঙ্কায় বাড়ল শয্যা

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার অমিত দাঁ বলেন, ‘‘আগামী তিন মাসে সংক্রমণ বাড়বে আশঙ্কা করেই ১০০ শয্যা বাড়ানো হয়েছে। মানুষকে আরও সচেতন হতে হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২০ ০৪:১৬
Share:

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাইল চিত্র।

আগামী তিন মাসে করোনা সংক্রমণ মারাত্মক ভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য দফতর। সে কথা মাথায় রেখে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে আরও ১০০ শয্যা বাড়ানো হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোভিড ইউনিটের চার তলায় সেই ১০০ শয্যা ২৮ অক্টোবর থেকে চালু করে দেওয়া হবে। ফলে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে মোট শয্যাসংখ্যা হচ্ছে ২৫০টি। এ ছাড়া নারায়ণপুর বাইপাসের কোভিড হাসপাতালে ৭০টি শয্যা রয়েছে।

Advertisement

কিন্তু প্রশ্ন উঠেছে, আগামী তিন মাসে সংক্রমণ মারাত্মক হারে বেড়ে গেলে এই সংখ্যক শয্যায় কি সবাই চিকিৎসা পাবেন?

স্বাস্থ্যকর্তাদের অনেকে অবশ্য বলছেন, কোভিড হাসপাতাল দু’টির পাশাপাশি উপসর্গহীন রোগীদের জন্য সেফ হোমগুলিও চালু করা হবে। সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে এ বারের পুজো ঘরে বসে টিভিতে বা ভার্চুয়ালি দেখার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

Advertisement

অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই মালদহে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১১৮ জন। করোনা আক্রান্ত ৭১ জনের মৃত্যুও হয়েছে। এখনও পর্যন্ত ৬ হাজার ৮৩৩ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একাংশের আশঙ্কা, শীত পড়লে সংক্রমণ বেশি বাড়বে। পাশাপাশি এখন করোনা আক্রান্তদের ‘ভাইরাল লোড’ অনেক বেড়ে গেছে। ফলে ঠিকমতো চিকিৎসা না হলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা।

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার অমিত দাঁ বলেন, ‘‘আগামী তিন মাসে সংক্রমণ বাড়বে আশঙ্কা করেই ১০০ শয্যা বাড়ানো হয়েছে। মানুষকে আরও সচেতন হতে হবে।’’ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী বলেন, ‘‘রাজ্য স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত অনুযায়ী মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে আরও ১০০ শয্যা বাড়ানো হচ্ছে। জেলার বিভিন্ন ব্লকে সেফ হোমগুলিও তৈরি রাখছি। পুজোর মধ্যে সচেতনতাই সব চেয়ে বড় বিষয় এবং এ নিয়ে আমাদের প্রচার চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন