Coronavirus

করোনায় মৃত্যু, দেহ বাড়িতে, চাঞ্চল্য 

Advertisement

রাজু সাহা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২০ ০২:০৭
Share:

প্রতীকী ছবি।

করোনায় আক্রান্ত ব্যক্তির দেহ হাসপাতাল থেকে সোজা বাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ার-২ ব্লকের উত্তর মজিদখানা গ্রামে। খবর পেয়ে তড়িঘড়ি পরিস্থিতি সামলে দেহ ফিরিয়ে এনে সৎকারের ব্যবস্থা করল প্রশাসন।

Advertisement

জেলা স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে, উত্তর মজিদখানা গ্রামের সুকুমার রায়(৪২) দীর্ঘদিন ধরে যকৃতের সমস্যায় ভুগছিলেন। শনিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোডাঙ্গা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। এর পরেই অ্যান্টিজেন পরীক্ষায় করোনা রিপোর্ট পজ়িটিভ আসে। অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা মৃত ব্যক্তির বাড়ির লোকেদের দ্রুত দেহ নিয়ে যাওয়ার কথা বলেন। বাড়ির লোকজন দেহ গাড়িতে তুলে বাড়িতে নিয়ে চলে যান। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায়। দ্রুত দেহ ওই বাড়ি থেকে এনে শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করার ব্যবস্থা করে প্রশাসন। যদিও ওই হাসপাতালের বিএমওএইচ সজল বিশ্বাস জানান, ওই রোগী হাসপাতালে আনার পরই মারা যান। হাসপাতালের বাইরে টোটো থেকে নামানো হয়নি। চিকিৎসক দেখে মৃত ঘোষণা করার পর কিছু না বলেই বাড়ির লোকেরা দেহ নিয়ে চলে যান। সেটা জানতে পেরেই দেহ ফিরিয়ে এনে সৎকার করা হয়। হাসপাতাল থেকে দেহ নিয়ে যেতে বলা হয়নি।

টটপাড়া-১ গ্রাম পঞ্চায়েত প্রধান দূতকুমার রায় জানান, করোনা সংক্রমিত ওই মৃত ব্যক্তির দেহ বাড়িতে নিয়ে যাওয়া মোটেই উচিত হয়নি। তিনি আরও জানান, দেহ ফিরিয়ে এনে সরকারি বিধি মেনে সৎকার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement