কাউন্সিলররা বৈঠক করায় ক্ষোভ মন্ত্রীর

দলের কাউন্সিলররা খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক ও রেশন ডিলারদের বরো অফিসে ডেকে বৈঠক করে বিভিন্ন নির্দেশ দেওয়ায় অসন্তুষ্ট খাদ্য এবং সরবরাহ দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ০১:৩৪
Share:

দলের কাউন্সিলররা খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক ও রেশন ডিলারদের বরো অফিসে ডেকে বৈঠক করে বিভিন্ন নির্দেশ দেওয়ায় অসন্তুষ্ট খাদ্য এবং সরবরাহ দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Advertisement

বুধবার তৃণমূল কাউন্সিলর তথা শিলিগুড়ি পুরসভার পাঁচ নম্বর বোরোর চেয়ারম্যান রঞ্জন শীলশর্মার নেতৃত্বে দলের কাউন্সিলররা বৈঠক করে ঠিক করেছেন তাঁদের ওয়ার্ডগুলিতে বাসিন্দাদের রেশনের সুযোগ সুবিধা পাওয়ার বিষয়টি দেখতে ‘হেল্প ডেস্ক’ চালু করা হবে। খাদ্য সরবরাহ দফতরের তরফে রেশন কার্ড সংশোধন, ডিজিটাল রেশন কার্ড করার প্রক্রিয়া চলছে। দফতরের বিভিন্ন জেলা এবং মহকুমার আধিকারিকদের তরফেই বাসিন্দাদের রেশনের সুযোগ সুবিধার বিষয়টি তদারকি করাও হয়। অথচ বরো কমিটি তরফে বৈঠক করে বিভিন্ন ওয়ার্ডে হেল্প ডেস্ক করার কী দরকার পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

দফতরের মন্ত্রী এ দিন শিলিগুড়িতে উত্তরকন্যায় বিভিন্ন বিষয়ে বৈঠকও করেছেন। বরো অফিসে কাউন্সিলরদের বৈঠক নিয়ে তিনি বলেন, ‘‘দলের কাউন্সিলররা তাঁদের মতো করে কী করছেন করুন। দফতরের আধিকারিকরাই পুরো বিষয়টি দেখছেন। রেশনে সুযোগ সুবিধা যাতে বাসিন্দারা ঠিক মতো পান তার জন্য আধিকারিকরা তৎপর রয়েছেন। তাঁরাই বিষয়টি দেখবেন। বরো থেকে বা কাউন্সিলরদের তরফে বিষয়টি দেখার ব্যাপার নেই।’’ মেয়র অশোক ভট্টাচার্য অবশ্য বরোর ওই বৈঠক নিয়ে কিছু বলতে চাননি।

Advertisement

এ দিন পুরসভার বিরোধী দলনেতা নান্টু পাল-সহ দলের অধিকাংশ কাউন্সিলরকে নিয়ে বরো অফিসে বিভিন্ন ডিলার সংস্থা, খাদ্য সরবরাহ দফতরের জলপাইগুড়ি জেলার চিফ ইন্সপেক্টর তথা এরিয়া ইন্সপেক্টর পূরণ কুমার লোহারকে ডেকে বৈঠক করা হয়। তাঁকে জানানো হয়েছে, রেশনে বাসিন্দারা কোথায় কী সুবিধা পাবেন, ডিলারদের কখন কী জিনিস পাঠানো হচ্ছে তা জনপ্রতিনিধি হিসাবে তাদের মোবাইলে ম্যাসেজ করে জানাতে। সেই অনুসারে বাসিন্দারা বিভিন্ন জিনিস পাচ্ছেন কি না হেল্প ডেস্ক তার তদারকি করবে।

রঞ্জনবাবু বলেন, ‘‘খাদ্য সরবরাহ দফতর যথেষ্ট ভাল কাজ করছে। রেশন ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে বর্তমান রাজ্য সরকার। তবে পরিকাঠামো আগের মতোই রয়েছে। বাসিন্দারা কে কত জিনিস পাবেন সে সব তালিকা টাঙিয়ে দেওয়া হয়নি। ডিলারদের তা টাঙাতে বলা হয়েছে।’’ তিনি জানান, কাউন্সিলরদের নেতৃত্বে হেল্প ডেস্ক করা হবে। গ্রাহক এবং ডিলারদের মধ্যে রেশন নিয়ে স্বচ্ছতা বজায় রাখতে তা করা হচ্ছে। ডিলারদের কাছে কোথায় কত জিনিস পাঠানো হচ্ছে মহকুমার খাদ্য নিয়ামকরা তাঁদের এসএমএস করে তা জানাবেন।’’ রঞ্জনবাবুদের দাবি, তাঁরা পুর কর্তৃপক্ষের কাছেও বলবেন অন্য ওয়ার্ডগুলিতেও যাতে হেল্প ডেস্ক করা হয়। বাম কাউন্সিলরদের কয়েকজনের অভিযোগ, শাসক দলের কাউন্সিলররা রেশন নিয়ে দলবাজি, রাজনীতি করতে চাইছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন