CPIM

ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে ‘খুন’ সিপিএম কর্মীকে

সেইসময় দুই দুষ্কৃতী মোটরবাইকে করে এসে এক প্রতিবেশীর মাধ্যমে তাঁকে ডাকেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডালখোলা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ০৬:২২
Share:

শোক: গুরুচাঁদ রায়ের শোকার্ত পরিবার পরিজনেরা। নিজস্ব চিত্র

ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার হাসান গ্রামের ঘটনা। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, নিহতের নাম গুরুচাঁদ রায় (৫৫)। তিনি এলাকায় সিপিএম কর্মী বলে পরিচিত ছিলেন। ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। ধৃত দুজনের নাম সৌরভ সরকার ও বিকি বিশ্বাস। বাড়ি ওই এলাকাতেই।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ গুরুচাঁদ ঘরে টিভি দেখছিলেন। সেইসময় দুই দুষ্কৃতী মোটরবাইকে করে এসে এক প্রতিবেশীর মাধ্যমে তাঁকে ডাকেন। ঘর থেকে বেরিয়ে কিছুটা দূরে রাস্তায় উঠতেই আচমকা খুব কাছ থেকে গুরুচাঁদের মাথায় গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। তাঁর ছেলে রাকেশ বলেন। ‘‘বাবা ঘর থেকে বের হওয়ার পর আমিও পিছন পিছন যাচ্ছিলাম। কিন্ত মুহূর্তের মধ্যে দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। স্ত্রী গান্ধারী রায় বলেন, ‘‘এখন সংসারের কী হবে কিছুই বুঝতে পারছি না।’’

কেন এই খুন তা নিয়ে স্থানীয়দের পাশাপাশি সংশয়ে পুলিশিও। গুরুচাঁদ কাঠ কেনাবেচার কাজে যুক্ত ছিলেন। সিপিএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল দাবি করেছেন, ‘‘ঘটনার দ্রুত কিনারা করে দুষ্কৃতীদের শাস্তির ব্যবস্থা করা হোক।’’

Advertisement

ঘটনার পরেই এই গ্রামের প্রাক্তন প্রধান সুবোধ বাইনের খুনের প্রসঙ্গ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, ২০১৯ সালের জানুয়ারি মাসে রাতে কীর্তন থেকে ফেরার পথে স্ত্রীর সামনে সুবোধকে খুন করে দুষ্কৃতীরা মোটরবাইকে করে পালিয়ে গিয়েছিল। প্রসঙ্গত সুবোধের বাড়ির পাশেই গুরুচাঁদের বাড়ি। একইভাবে ছেলের সামনে গুরুচাঁদকে মাথায় গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ইসলামপুরের পুলিশ সুপার সচিন মক্কার বলেন, ‘‘তদন্ত চলছে। দু’জন গ্রেফতার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদে খুন। তবে আমরা সব দিক খতিয়ে দেখছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন