চা বাগানে ঢুকে পড়া সেই দলছুট দাঁতাল।— নিজস্ব চিত্র।
দলছুট এক দাঁতাল দাপিয়ে বেড়াচ্ছে একের পর এক চা বাগান। ওই দাঁতালের ভয়ে শুক্রবার প্রায় দিনভর কাজ বন্ধ থাকল ডুয়ার্সের কারবালা, বানারহাট-সহ বেশ কয়েকটি চা বাগানের।
ভোরে কাজ করতে এসে চমকে গিয়েছিলেন কারবালা চা বাগানের শ্রমিকেরা। চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে দলছুট একটি হাতি। বার কয়েক তাকে তাড়ানোর চেষ্টাও করেও কিছু লাভ হয়নি। অবশেষে বন দফতরের শরণাপন্ন হয় চা বাগানের শ্রমিকেরা। বন দফতরের কর্মীরাই হাতিটিকে তাড়িয়ে মরাঘাট জঙ্গলে পাঠিয়ে দেন।
বন দফতর সূত্রের খবর, কারবালার পাশে রেতি জঙ্গল থেকে বৃহস্পতিবার রাতে হাতির এক দল চা বাগানে ঢুকেছিল। দলের অন্যেরা জঙ্গলে ফিরে গেলেও এই হাতিটি কোনও কারণে আর ফিরতে পারেনি। ফলে দলছুট হাতিটি ওই চা বাগানেই থেকে যায়। পরে তাকে তাড়া করলে হাতিটি বানারহাট চা বাগানে ঢুকে পড়ে। সেখান থেকে চলে যায় বিনাগুড়ি এবং হলদিবাড়ি চা বাগানে। বেলা সাড়ে ১২টা নাগাদ বন দফতরের তাড়া খেয়ে দাঁতালটি অবশেষে ঢুকে পড়ে মরাঘাট জঙ্গলে।
বন দফতর সূত্রের খবর, কোনও ক্ষয় ক্ষতি হয়নি। তবে গ্রামের একটি বাড়ি থেকে ২টি কাঁঠাল আর কিছু ভুট্টা খেয়েছে দাঁতালটি।