আনন্দধারা বহিছে ভুবনে

বালুরঘাট আরণ্যক উদ্যানে প্রজ্ঞা ডান্স অকাদেমির উদ্যোগে আয়োজিত হল বসন্তবন্দনা।

Advertisement
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ০১:৫২
Share:

বালুরঘাট আরণ্যক উদ্যানে প্রজ্ঞা ডান্স অকাদেমির উদ্যোগে আয়োজিত হল বসন্তবন্দনা। সূচনা হল ‘আনন্দধারা বইছে ভুবনে’ গানটির সঙ্গে সুচেতনা বন্দ্যোপাধ্যায়ের একক নৃত্যের মাধ্যমে। বিমান দাস, রাজর্ষি গোস্বামী, মৌমিতা ঘোষ, প্রান্তিক রায় প্রমুখ এক ঝাঁক সঙ্গীতশিল্পীদের একক ও দ্বৈত কণ্ঠে পরিবেশিত বসন্তের রবীন্দ্র গানে এবং গীত গজলের সঙ্গে সমবেত নৃত্যে অংশ নেন সুপ্রভা মুখোপাধ্যায়, শুভ্রশ্লেতা বন্দ্যোপাধ্যায় ও সুচেতনা বন্দ্যোপাধ্যায়। ছিল সোমেন সমাদ্দারের আবৃত্তি বনফুলের ‘ফরমায়ে প্রিয়া’ এবং একতা দে শোনালেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘তিন পাহাড়ের স্বপ্ন’ কবিতাটি। ব্যান্ড ‘বেদীতব্য’র পরিবেশনায় ছিল ‘বসন্ত এসে গেছে’র মতো জনপ্রিয় গানগুলি। লোকগানের ডালিতে ছিল সৌভিক সান্যালের একক নিবেদন ‘খাঁচার ভিতরে অচিন পাখি’, লাল মাটির গ্রামে’ গানগুলি। অরিন্দম সিংহ রানা শোনালেন ‘তোমার ঘরে বসত করে’, লাল পাহাডির দেশে যা’ গানগুলি। ‘ওরে শহরবাসী খোল দ্বার খোল’ গানটির সঙ্গে খুদেদের সম্মেলক নৃত্য উপভোগ্য। সুদীপ মণ্ডলের কণ্ঠে ছিল বসন্তের রবীন্দ্র গান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সঞ্জয় কর্মকার। পাশাপাশি ফি বছরের মতো এ বারও অর্পণ কলাকেন্দ্রের উদ্যোগে আয়োজিত হল বালুরঘাটের বসন্তোৎসব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement