Coronavirus

কোমর্বিডিটিতেই কি মৃত্যু বৃদ্ধের

হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। বেশ কিছুদিন হাসপাতালের সিসিইউ ইউনিটে ভর্তি থাকার পর তাঁর পজ়িটিভ রিপোর্ট আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২০ ০২:০১
Share:

প্রতীকী ছবি

করোনা আক্রান্ত আরেক বাসিন্দার মৃত্যু হল। শনিবার রাত পৌনে এগারোটা নাগাদ রায়গঞ্জের কর্ণজোড়া কালীবাড়ি এলাকার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, মৃত ওই ব্যক্তি বৃদ্ধ (৭০) শহরের কলেজপাড়ার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। বেশ কিছুদিন হাসপাতালের সিসিইউ ইউনিটে ভর্তি থাকার পর তাঁর পজ়িটিভ রিপোর্ট আসে। এরপর ২২ জুলাই তাঁকে ওই ইউনিট থেকে কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের সহকারি সুপার অভীক মাইতি বলেন, ‘‘করোনা আক্রান্ত ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। তাঁর নিয়মিত ডায়ালিসিস চলত। এই পরিস্থিতিতে তিনি করোনায় আক্রান্ত হওয়ার কয়েক দিনের মধ্যেই মারা যান। চিকিৎসার পরিভাষায় এই ধরণের মৃত্যুকে কোমর্বিডিটি বলে।’’

এ ভাবে রায়গঞ্জ শহরে মৃত ও করোনা সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষও। রবিবারও পুরকর্তৃপক্ষ শহরের এলাকায় মাইকে বাসিন্দাদের সচেতনতার বার্তা দেন। পুরপ্রধান সন্দীপ বিশ্বাস বলেন, ‘‘এরপরও শহরের বাসিন্দারা সচেতন না হলে করোনা সংক্রমণ রোখা সম্ভব হবে না।’’

Advertisement

এ দিন রাতে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিআরডিএল ল্যাবরেটরিতে নতুন করে জেলার আরও ২৫ জন বাসিন্দার পজ়িটিভ রিপোর্ট এসেছে। স্বাস্থ্য দফতর জানায়, সব মিলিয়ে এখনও পর্যন্ত জেলায় ৮৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন পাঁচশো জনেরও বেশি বাসিন্দা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement