মোর্চার দাবি

রক্ত চন্দন পাচারের অভিযোগ ওঠায় কালচিনির বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুলল গোর্খা জনমুক্তি মোর্চা। রবিবার দুপুরে জয়গাঁ শহরে মিছিল করে পথসভা করে তারা। মোর্চার তরফে কালচিনি থানায় স্মারকলিপিও দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০১:৪২
Share:

রক্ত চন্দন পাচারের অভিযোগ ওঠায় কালচিনির বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুলল গোর্খা জনমুক্তি মোর্চা। রবিবার দুপুরে জয়গাঁ শহরে মিছিল করে পথসভা করে তারা। মোর্চার তরফে কালচিনি থানায় স্মারকলিপিও দেওয়া হয়। মোর্চার ডুয়ার্স কোঅর্ডিনেটর আনন্দ বিশ্বকর্মা বলেন, “উইলসন চম্প্রমারির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা গুরুতর। আমার জানতে পেরেছি লাল চন্দন পাচারে উইলসন ও তার পরিবারের সক্রিয় ভূমিকা আছে। এ দিন জয়গাঁয় দলের তরফে ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করে পথ সভা করা হয়। পরে রাজ্যপালের উদ্দেশে একটি স্মারকলিপি জয়গাঁ থানায় জমা দিয়ে ঘটনার সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে। পাশাপাশি বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরি বলেন, “বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি তোলার জন্য আমরা দ্রুত দলের কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করব।’’ এ প্রসঙ্গে উইলসন চম্প্রামারি বলেন, “আমার বিরুদ্ধে কোন মামলা নেই। আর আমার বাড়ি থেকে লাল চন্দন কাঠও উদ্ধার হয়নি। আমার ভাবমূর্তি নষ্টের চক্রান্ত চলছে। মোর্চা নিজেদের দোষ ঢাকতে অপ্রচার চালাচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন