ডেঙ্গি কমছে, দাবি  মেয়রের

 রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার মুখ্যমন্ত্রীর সুরেই শিলিগুড়িতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমে অবস্থা বদলাচ্ছে বলে দাবি করলেন পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ০৩:১০
Share:

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার মুখ্যমন্ত্রীর সুরেই শিলিগুড়িতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমে অবস্থা বদলাচ্ছে বলে দাবি করলেন পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য। মঙ্গলবার বিকালে দফতরে বসে রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান দেখিয়ে মেয়র দাবি করেন, গোটা রাজ্যের মধ্যে একমাত্র শিলিগুড়িরই পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। পুরকর্মী, মেয়র পারিষদের রাতদিন পরিশ্রম করছেন। মেয়রের অভিযোগ, ‘‘সবার যখন একযোগে কাজ করা দরকার, তখন রাজ্য ডেঙ্গি নিয়ে রাজনীতি করছে। রাজ্যের বিভিন্ন পুরসভাকে ডেঙ্গি মোকাবিলার জন্য টাকা বরাদ্দ হলেও শিলিগুড়ি পুরসভাকে টাকা দেওয়া হয়নি। সেই ৩০ লক্ষ টাকা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ) দেওয়া হয়েছে।’’

Advertisement

মেয়র বঞ্চনার কথা জানিয়ে এদিনই মুখ্যমন্ত্রী, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং কেন্দ্রীয় নগরোন্নায়ন মন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। স্বাস্থ্য দফতরের হিসাব অনুসারে, জুন থেকে শহরে ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দেয়। জুলাই থেকে তা বাড়তে থাকে। অশোকবাবু জানান, গত সোমবার অবধি শহরে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ১০০৫ জন। কিন্তু, অক্টোবরের প্রথম সপ্তাহেও আক্রান্তের সংখ্যা ৬৭ জন ছিল। তা পরপর সপ্তাহ ধরে ৩৬, ৪২ হয়ে চলতি সপ্তাহে ২৫ জন দাঁডিয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ধরলে বছরের ৩৬তম সপ্তাহে ১৯২ জন আক্রান্ত হয়েছিলেন। প্রচার, পরিস্কার-পরিচ্ছন্নতা মিলিয়ে আমরা তা নিয়ন্ত্রণ করতে পেরেছি। ৯৯ শতাংশ রোগীই বাড়ি ফিরে গিয়েছেন। ৪ জন মারা গিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন