উত্তরকন্যায় এ বার ডিজি দফতরও

এ দিনই রাজ্য সরকার সুরজিৎ করপুরকায়স্থকে রাজ্য পুলিশের নতুন পদ, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছে। বীরেন্দ্র রাজ্য পুলিশের ডিজি (সিকিউরিটি) হিসাবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ০১:২৮
Share:

প্রশাসক: উত্তরবঙ্গে রাজ্যের সচিবালয় উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

কলকাতার নবান্ন বা মহাকরণ নয়, প্রথা ভেঙে শিলিগুড়ির মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় উত্তরকন্যা থেকে রাজ্য পুলিশের নতুন ডিজি হিসাবে দায়িত্বভার নিলেন বীরেন্দ্র। বৃহস্পতিবার বিকালে কালিম্পং সফর শেষ করে উত্তরকন্যা পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সুরজিৎ কর পুরকায়স্থ ডিজির দায়িত্বভার বীরেন্দ্রের হাতে তুলে দেন। ১৯৮৫ সালের ব্যাচের দুই আইপিএসকে সামনে দাঁ‌ড় করিয়ে হাত মেলাতেও বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের দাঁড় করিয়ে হাসিমুখে ছবিও তোলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

এ দিনই রাজ্য সরকার সুরজিৎ করপুরকায়স্থকে রাজ্য পুলিশের নতুন পদ, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছে। বীরেন্দ্র রাজ্য পুলিশের ডিজি (সিকিউরিটি) হিসাবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘সুরজিৎ খুব ভাল কাজ করেছে, তাঁকে আমরা ছুটি দিচ্ছি না। দেশে একটা নিরাপত্তা উপদেষ্টা পদ রয়েছে। এটা মনে হয়, প্রথম কোনও রাজ্যেও এমন পদ তৈরি করা হল। তিন বছর মেয়াদকালের পদ। তার পরে কাজকর্ম রিভিউ হবে। বীরেন্দ্র সাহেব এ দিন থেকে রাজ্য পুলিশ সামলাবেন।’’

Advertisement

সরকারি সূত্রের খবর, রাজ্য স্বরাষ্ট্র দফতরের প্রথা অনুসারে ডিজি-রা অবসর নিলে বা পদ ছাড়লে কলকাতায় আনুষ্ঠানিক রদবদল হয়। বাম আমলে একসময় মহাকরণ পরে তা নবান্নে হয়েছে। কিন্তু কলকাতার বাইরে তো বটেই, মুখ্যমন্ত্রীর উপস্থিতি রাজ্যের ডিজি-র দায়িত্বভার বদল এই প্রথমবার।

রাজ্য পুলিশের কয়েকজন শীর্ষ কর্তা জানিয়েছেন, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে এসেছেন। প্রতি মাসে জেলা সফর ছাড়াও তাঁর নির্দেশেই ২০১৪ সালের জানুয়ারি মাসে শাখা সচিবালয় উত্তরকন্যার উদ্বোধন হয়েছে। প্রশাসনিক বৈঠক থেকে পাহাড়ের ত্রিপাক্ষিক বৈঠকের মতো অনেক গুরুত্বপূর্ণ সভা, বৈঠক মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উত্তরকন্যায় হয়েছে। কালিম্পং সফরে প্রাক্তন ও বর্তমান দুই ডিজিই তাঁর সঙ্গে ছিলেন। সেখানেই উত্তরবঙ্গের গুরুত্বকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী নিজেই দায়িত্ব বদলের কাজ উত্তরকন্যায় হবে বলে জানিয়ে দেন। সেই মতো দ্রুত উত্তরকন্যায় ডিজি’র জন্য আলাদা দফতর তৈরি করে দেওয়া হয়।

এ দিনই পূর্ব ঘোষণা মতো সুরজিৎবাবুর দায়িত্বভার ছাড়ার দিন ছিল। উত্তরকন্যায় অনুষ্ঠান না করলে দুপুরের পরেই দুই আইপিএসকে শিলিগুড়ি থেকে কলকাতা ফিরে গিয়ে দায়িত্ব বুঝে নিতে হত। কারণ রাত ১২টার পর ডিজি নথিতে অবসর নিয়ে নিতেন। সেখানে নতুন ডিজি-কে দায়িত্ব দিতেই হত। শেষে উত্তরবঙ্গের গুরুত্ব বোঝানোর জন্য মুখ্যমন্ত্রীই পুরো প্রক্রিয়াটি উত্তরকন্যায় করতে বলেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘ঘটনাচক্রে উত্তরকন্যায় থাকায় আমি এসে পড়েছি। তা ছাড়া উত্তরকন্যা আমাদের একটা সচিবালয়। এর রেকর্ডের মণিকোঠায় একটি নতুন পালকও জুড়ে গেল।’’ তিনি জানান, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার পদটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নেপাল, ভুটান, বাংলাদেশের মতো সীমান্ত রয়েছে। বিহার-সহ বিভিন্ন রাজ্যের সীমানা রয়েছে। জনসংখ্যা বাড়ছে। সাইবার ক্রাইমের বিষয় রয়েছে। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা উপদেষ্টা কাজ করবেন। এটা একটি সাংবিধানিক পদ।

পুলিশ সূত্রের খবর, ডিজি পদ মর্যাদার দুই অফিসার ছাড়াও একাধিক এডিজি, আইজি, ডিআইজি এ দিন উত্তরকন্যায় আসেন। উত্তরকন্যার বিভিন্ন জেলার পুলিশ সুপারেরা সন্ধ্যার মধ্যে শিলিগুড়িতে এসেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন