দাড়িভিট নিয়ে দার্জিলিংয়ের তুলনা দিলীপের

দিলীপের বক্তব্য, গত এক বছরে চোপড়ায় ছ’জনের মৃত্যু হয়েছে। এই জায়গাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। তাই বাংলার পরিবর্তে স্কুলে উর্দুর শিক্ষক দেওয়া হয়েছে। যা নিয়েই ছাত্ররা আন্দোলনে নেমেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঠ্যাঙ্গাপাড়া শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০২:১২
Share:

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফাইল চিত্র

দার্জিলিংয়ের আন্দোলনের সঙ্গে ইসলামপুরের দাড়িভিটের তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার দক্ষিণ দিনাজপুরের ঠ্যাঙ্গাপাড়ায় এক জনসভায় দিলীপ বলেন, ‘‘দার্জিলিঙে গোর্খারা ভাষা আন্দোলন শুরু করেছিল। সেখানে পুলিশ গুলি চালিয়েছিল। একই ঘটনা দাড়িভিটে হয়েছে। এখানে উর্দুর পরিবর্তে বাংলার শিক্ষকের দাবি তুলেছিল ছাত্রছাত্রীরা। সেখানে গুলিতে দুই ছাত্রের প্রাণ গেল।’’ তিনি আরও বলেন, ‘‘ভিডিয়োয় দেখা যাচ্ছে, পুলিশ এসে ছাত্রদের উপরে গাড়ি চালিয়ে দিতে চাইছে। ওখানকার মানুষ বলছে, পুলিশ গুলি চালিয়েছে। পুলিশ বলছে, দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। কে গুলি চালাল তার জানতে আমরা সিবিআই তদন্ত চাই।’’

Advertisement

দিলীপের বক্তব্য, গত এক বছরে চোপড়ায় ছ’জনের মৃত্যু হয়েছে। এই জায়গাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। তাই বাংলার পরিবর্তে স্কুলে উর্দুর শিক্ষক দেওয়া হয়েছে। যা নিয়েই ছাত্ররা আন্দোলনে নেমেছিল।

পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘পুলিশ সুপার পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছেন। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী যা বলছেন সেটাই তিনি বলছেন। আর সব কিছুতেই আরএসএস, বিজেপির দোষ দিচ্ছে।’’ এই জনসভা থেকেই আগামী ২৬ তারিখে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘‘রাজ্যের এসব ঘটনা থেকে বাঁচতে দিদি জার্মানি ঘুরতে গিয়েছেন। সেখানে পিয়ানো বাজাচ্ছেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন