ডার্বির টিকিট

পরিষদের ফরমানে অসন্তোষ

ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের জন্য যত টিকিট চাইবেন, ইস্টবেঙ্গল-লাজং ম্যাচের জন্যও তত টিকিটই নিতে হবে। রবিবার অনুমোদিত ক্লাবগুলিকে চিঠি পাঠিয়ে এমনই শর্তের কথা জানিয়েছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ০১:২২
Share:

ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের জন্য যত টিকিট চাইবেন, ইস্টবেঙ্গল-লাজং ম্যাচের জন্যও তত টিকিটই নিতে হবে। রবিবার অনুমোদিত ক্লাবগুলিকে চিঠি পাঠিয়ে এমনই শর্তের কথা জানিয়েছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ।

Advertisement

ক্লাবগুলির একাংশ ক্রীড়া পরিষদের এই শর্তের বিরোধিতা করেছে। ক্রীড়া পরিষদ কর্তৃপক্ষ জানান, ১২ ফেব্রুয়ারি ডার্বির পর ১৫ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল-লাজং ম্যাচ রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। ডার্বির টিকিটের চাহিদা তুঙ্গে। ইস্টবেঙ্গল-লাজং ম্যাচের চাহিদা কম। তাই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপরতন ঘোষ বলেন, ‘‘পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে সময় কেউ আপত্তি তোলেননি।’’

তবে বাঘা যতীন অ্যাথলেটিক ক্লাবের সাধারণ সম্পাদক শিবনাথ গঙ্গোপাধ্যায় জানান, একেই টিকিটের দাম বেশি। তার পর লাজং ম্যাচের টিকিট কেনার জন্য ক্লাবগুলির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। দাদাভাই স্পোর্টিং ক্লাবের সম্পাদক বাবলু পাল চৌধুরী বলেন, ‘‘এটা জবরদস্তি করা হচ্ছে। ডার্বির জন্য টিকিট তো বেশি চাইবে ক্লাবের সদস্যরা। লাজং ম্যাচ তো ডার্বির মতো নয়। তার চাহিদা তো কম থাকবেই।’’ তাঁদের দাবি, ক্লাবে যেমন চাহিদা হবে সেই মতো টিকিট চাওয়া হয়। তিনি বলেন, ‘‘ক্রীড়া পরিষদ যতটা দিতে পারবে দেবে। তাই বলে এমন চাপ দেওয়া হবে কেন, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।

Advertisement

তবে ক্রীড়া পরিষদের শর্তকে সমর্থন করছেন মাটিগাড়ার সরোজিনী সঙ্ঘের মতো ক্লাবও। ক্লাবের সম্পাদক দীপ্তেন্দু ঘোষ জানান, ডার্বিতে মাঠ ভর্তি অথচ পরের ম্যাচে মাঠে লোক আসবে না, সেটাও তো কাম্য নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন