শিশু চুরিতে গ্রেফতার চিকিৎসক

শিশু চুরির ঘটনায় অভিযুক্ত এক চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাত ৯টা নাগাদ কলকাতার আনন্দপুর থেকে অভিযুক্ত স্ত্রী রোগ বিশেষজ্ঞ নিখিলেন্দু মহাপাত্রকে গ্রেফতার করে কোচবিহার পুলিশের একটি দল।

Advertisement
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬ ০১:১৮
Share:

শিশু চুরির ঘটনায় অভিযুক্ত এক চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাত ৯টা নাগাদ কলকাতার আনন্দপুর থেকে অভিযুক্ত স্ত্রী রোগ বিশেষজ্ঞ নিখিলেন্দু মহাপাত্রকে গ্রেফতার করে কোচবিহার পুলিশের একটি দল। গত ২৯ নভেম্বর ওই চিকিৎসক ও তাঁর এক সহকারী-সহ ৩ জনের নামে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি। পুলিশ সূত্রের খবর, কিছু দিন আগে টাকাগছে এক বাড়ি থেকে দু’টি শিশুকে উদ্ধার করে পুলিশ। ওই শিশু দুটিকে চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে বলে সন্দেহ। ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে স্বাতী আচার্য এবং শিউলি দাস নামে দুই মহিলাকে গ্রেফতার করা হয়। সেই সময় থেকে বাবুরহাটে নিজের চেম্বার থেকে পালিয়ে যান নিখিলেন্দু। পুলিশ সন্দেহ করছে, ওই চিকিৎসকের সঙ্গে শিশু পাচার চক্রের যোগ রয়েছে। সে ব্যাপারে পুলিশের হাতে বেশ কিছু তথ্য এসেছে বলেও তদন্তকারী অফিসারদের দাবি। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, ‘‘তদন্ত চলছে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement