চালক নীচে চা খাচ্ছেন, বাস চলছে গড়গড়িয়ে

চালক নীচে, অথচ বাস চলছে, এই ঘটনায় আশ্চর্য হয়ে যান সবাই। বাসের যাত্রীরাও বাঁচাও বাঁচাও চিৎকার শুরু করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ফালাকাটা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৭ ০২:০৩
Share:

মানসিক ভারসাম্যহীন যুবকের যাত্রী বোঝায় সরকারি বাস ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফালাকাটায়। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ কোচবিহার থেকে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের যাত্রী বোঝাই একটি বাস ফালাকাটা এনবিএসটিসির ডিপোতে থামে। বাস দাঁড় করিয়ে চালক, সহকারী চালক ও যাত্রীদের কয়েকজন চা খেতে নামেন। বাসের যাত্রীরা দেখেন হঠাৎ করে এক যুবক চালকের আসনে বসে বাসটি স্টার্ট দিয়ে চালাতে শুরু করে। যুবকের পোশাক দেখে যাত্রীরা বুঝতে পারেন এ বাসের আসল চালক নন। তাঁরা চলতি গাড়িতেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। নীচে দাঁড়িয়ে থাকা যাত্রী ও চা খেতে খেতে চালক দেখেন বাস চলে যাচ্ছে।

Advertisement

চালক নীচে, অথচ বাস চলছে, এই ঘটনায় আশ্চর্য হয়ে যান সবাই। বাসের যাত্রীরাও বাঁচাও বাঁচাও চিৎকার শুরু করে। ঘটনার আকস্মিকতা কাটিয়ে সঙ্গে সঙ্গে বাসের পিছনে ধাওয়া শুরু করে ডিপোতে থাকা কর্মী, চালক ও যাত্রীরা। রাস্তায় যানজট থাকায় বাস খুব জোড়ে চালাতে না পারলেও বাসটি ডিপো থেকে বের হওয়ার সময় অন্য একটি বাসের লুকিং গ্লাস ভেঙে একটি দোকানে কিছুটা ধাক্কা মেরে পাকা রাস্তায় ওঠে একটি টোটো রিকশায় ধাক্কা মেরে চলতে থাকে বাসটি। ডিপো থেকে বেড়িয়ে প্রায় তিনশো মিটার রাস্তা চলে আসার পর ফালাকাটা হাইস্কুলের সামনে যানজট থাকায় ও মানুষজনের সহযোগিতায় বাসটি থামে। ততক্ষণে বাসের চালক ও কর্মিরা এসে মানসিক ভারসাম্যহীন যুবককে বাস থেকে নামিয়ে পুলিশ ডেকে তাঁদের হাতে তুলে দেয়। পরে বাসটি ডিপোতে এনে যাত্রীদের অন্য গাড়িতে পাঠানো হয়। মনতোষ মণ্ডল নামে যুবককে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ম্যানেজিং ডাইরেক্টর সুবল রায় বলেন, “এই ঘটনা ভয়ঙ্কর। বিভাগীয় তদন্ত করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন