Dooars

তৎপর ট্রেন চালক, চাপরামারির জঙ্গলে ফের বাঁচল হাতির প্রাণ

রবিবার বিকালে পর্যটকদের জন্য একটি বিশেষ ট্রেন নাগরাকাটা স্টেশন থেকে চালসার দিকে যাচ্ছিল।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১৩:১৫
Share:
Advertisement

ট্রেনের চালকের তৎপরতায় ফের বাঁচল হাতির প্রাণ। রবিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার চাপরামারির জঙ্গলে।

জানা গিয়েছে, রবিবার বিকালে পর্যটকদের জন্য একটি বিশেষ ট্রেন নাগরাকাটা স্টেশন থেকে চালসার দিকে যাচ্ছিল। এর মধ্যেই পড়ে চাপরামারির জঙ্গল। সেখানে ৭২/১ নম্বর পিলারের কাছে দু’টি হাতি রেললাইন পারাপার করছিল। তা দেখতে পেয়েই ওই ট্রেনের চালক আপৎকালীন ব্রেক কষেন। রক্ষা পায় ওই হাতি দু’টি। এর পর হাতিরা চলে গেলে ফের ট্রেন নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেন চালক।

Advertisement

ট্রেনের ধাক্কায় ডুয়ার্সে হাতির মৃত্যুর খবর প্রায়শই ভেসে আসত। কিন্তু রেলচালকের তৎপরতায় হাতির প্রাণ বাঁচায় খুশি পরিবেশপ্রেমীরা। এক পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য নাফসার আলি বলেছেন, ‘‘দু’বছর আগেও ট্রেনের ধাক্কায় ডুয়ার্সের জঙ্গলে হাতির মৃত্যুর ঘটনা ঘটত। এর পর রেল, বন দফতরের সঙ্গে যৌথ ভাবে একাধিক বৈঠক করা হয়েছে। সম্প্রতি রেলকর্মীদের তৎপরতায় বেশ কয়েকটি হাতির প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। এই সাফল্যে আমরা খুশি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement