Jalpaiguri

ফের জলপাইগুড়ির লোকালয়ে হাতির হানা, ক্ষতিগ্রস্ত প্রচুর ফসল

ডুয়ার্সের জঙ্গলে হাতির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কিন্ত সে ভাবে বনাঞ্চল বাড়েনি উল্টে কমেছে। তাই খাবারের খোঁজে হাতির দল প্রায়ই লোকালয়ে চলে আসছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ২৩:৫৮
Share:

হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সুপুরি বাগান। নিজস্ব চিত্র।

ফের লোকালয়ে হাতির দলের তাণ্ডব। এবার নাগরাকাটার কৃষি খামারে। নষ্ট হয়েছে বহু সুপারি গাছ ও মজুত করা ধান। বুধবার রাত ১০টা নাগাদ ৫টি হাতির একটি দল এই সুপারি বাগানে ঢুকে পড়ে। শতাধিক সুপারি গাছ ভেঙ্গে তছনছ করে দেয়। মজুত করা ধানের স্তুপেও পৌঁছে যায় হাতিগুলি। বেশ কয়েক ঘণ্টা তাণ্ডব চালিয়ে ভোরবেলা হাতির দলটি জঙ্গলে ফিরে যায়।

Advertisement

এখন জমির ধান কেটে খামারে তোলা হয়েছে। তাই ক্ষেতে খাবার না পেয়ে এমন ভাবে খামারে হানা দিচ্ছে হাতির দল। গত এক সপ্তাহে দফায় দফায় এভাবে লাগাতার এই খামারে হানা দিচ্ছে হাতির দল। ফার্মের কর্মচারী সঞ্জয় রাই জানিয়েছেন, হাতির দল প্রায়ই এখানে আসে। বুধবারও রাতেও পাঁচটি হাতি এসে ফার্মের ধান সুপারি গাছ নষ্ট করেছে।

শুধু খামারে নয় লোকালয়েও হাতির তাণ্ডব বেড়ে চলেছে। জঙ্গলে বন্য পশুদের খাবার সমস্যার জন্যই খাবারের খোঁজে হাতির দল লোকালয়ে ঢুকছে বলে মনে করেন পশুপ্রেমীরা। ডুয়ার্সের জঙ্গলে হাতির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কিন্ত সে ভাবে বনাঞ্চল বাড়েনি উল্টে কমেছে। তাই খাবারের খোঁজে হাতির দল প্রায়ই লোকালয়ে চলে আসছে।

Advertisement

জলপাইগুড়ি অননারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, “হাতিদের করিডর বিভিন্ন ভাবে অবরুদ্ধ হয়ে পড়ছে। এবং হাতির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তাই হাতির হামলার ঘটনা বাড়ছে। বন কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এই হানা আটকানোর। রাত জেগে পাহারা দিচ্ছেন তারা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন