সাত দিনে সাত রং চাদরে

এই অবস্থা বদলাতে রোজ চাদর বদলানোর নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর। আলিপুরদুয়ার জেলা হাসপাতালেও এসে পৌঁছেছে সেই নির্দেশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ১২:০০
Share:

প্রতীকী ছবি।

হাসপাতালের চাদর নিয়ে দীর্ঘ দিন ধরেই অভিযোগ রয়েছে রোগীদের। কখনও চাদরে লেগে থাকে রক্তের দাগ। কখনও অত্যন্ত অপরিষ্কার হয়ে থাকে সেগুলো। বাধ্য হয়ে রোগীদের সেগুলোই ব্যবহার করতে হয়। কেউ কেউ বাড়ি থেকে চাদর নিয়ে আসেন।

Advertisement

এই অবস্থা বদলাতে রোজ চাদর বদলানোর নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর। আলিপুরদুয়ার জেলা হাসপাতালেও এসে পৌঁছেছে সেই নির্দেশ। অধিকাংশ ক্ষেত্রেই রোগীর বিছানায় একই চাদর অনেক দিন ধরে ব্যবহার করা হয়ে থাকে। তাই রোজ চাদর পাল্টানো হচ্ছে কি না তা নজরে রাখতে সাত দিন সাত রংয়ের চাদর পাতার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতর থেকে কোন দিন কোন রংয়ের চাদর পাতা হবে তা উল্লেখ করে চিঠি এসেছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে শুরু করে ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও চালু হবে এই দাওয়াই। চিঠিতে জানানো হয়েছে, সোমবার গাঢ় গোলাপি, মঙ্গলবার নীল, বুধবার হালকা বাদামি, বৃহস্পতিবার সবুজ, শুক্রবার সাদা, শনিবার আকাশী নীল ও রবিবার হলুদ রংয়ের চাদর পাততে হবে রোগীদের শয্যায়। স্বাস্থ্য কর্তারা জানিয়ছেন, আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ৩৭০টি শয্যার জন্য সাত দিন সাত রংয়ের চাদর আনানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তন্তুজ, মঞ্জুষা ও বঙ্গশ্রী-সহ বিভিন্ন সরকার অনুমোদিত সংস্থা থেকে আনানো হবে। মাস দেড়েকের মধ্যে নতুন চাদর পৌঁছে যাবে জেলায়।

Advertisement

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা বলেন, ‘‘চাদর নিয়ে নিয়ে কিছু অভিযোগ ছিল। এবার রাজ্য স্বাস্থ্য দফতর থেকে যে নির্দেশ এসেছে তাতে হাসপাতালে রোজ বিছানার চাদর বদল হচ্ছে কি না তা সহজেই নজরে রাখা যাবে।’’ নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, হাসপাতালে নানা ধরনের রোগের জীবাণু থাকে, তা থেকে সংক্রমণের ঝুঁকি এড়াতে রোজ কাচা চাদর পাতা দরকার। কিন্তু তা হতো কি না বোঝা কঠিন। এবার রংয়ের গেরোয় তা সম্ভব হবে বলে জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন