ফের জাল নোট উদ্ধার মালদহে

ফের জাল নোট উদ্ধার হল বৈষ্ণবনগরে। রবিবার রাতে কৃষ্ণপুর পঞ্চায়েতের মণ্ডাই বাঁধ থেকে এক লক্ষ টাকার জাল নোট সহ দুই যুবককে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। উদ্ধার হওয়া প্রতিটি জাল নোটই দু’হাজার টাকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ০২:১১
Share:

ফের জাল নোট উদ্ধার হল বৈষ্ণবনগরে। রবিবার রাতে কৃষ্ণপুর পঞ্চায়েতের মণ্ডাই বাঁধ থেকে এক লক্ষ টাকার জাল নোট সহ দুই যুবককে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। উদ্ধার হওয়া প্রতিটি জাল নোটই দু’হাজার টাকার।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিভীষণ মণ্ডল ও রঙ্কিম সরকার। দু’জনেরই বয়স কুড়ির কোঠায়। মণ্ডাই গ্রামে তাঁদের বাড়ি। ধৃত দুজনকে সোমবার মালদহের সিজেএম আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মার্চ মাসের শুরুতে দু’দিনের সফরে মালদহে এসেছিলেন উত্তরবঙ্গের এডিজি নটরাজন রমেশবাবু। জালনোটের কারবার বন্ধে তৎপরতা বাড়াতে বৈষ্ণবনগর ও কালিয়াচক থানার পুলিশ অফিসার-কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সদর দফতরে ফিরে সশস্ত্র পুলিশের বিশেষ দু’টি দলকে বৈষ্ণবনগর ও কালিয়াচক থানায় পাঠানো হয়। প্রায় সাত দিন স্থানীয় পুলিশের সঙ্গে ওই দু’টি দল দুই থানা এলাকায় জোর তল্লাশি চালায়। তার জেরে বেশ কিছু দিন এলাকায় জাল নোটের কারবার থমকে ছিল। কিন্তু ফের বৈষ্ণবনগরে এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতের অন্ধকারে বিভীষণ ও রঙ্কিম কুম্ভীরার মণ্ডাই বাঁধে দাঁড়িয়েছিল। টহলদারি পুলিশের গাড়ি দেখে তাঁরা পালানোর চেষ্টা করে। পুলিশ অবশ্য পিছু ধাওয়া করে তাঁদের ধরে ফেলে এবং তাঁদের কাছ থেকে ৫০টি দুহাজার টাকার জাল নোটও উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, জাল নোটগুলি অত্যন্ত নিম্ন মানের। নোটের কাগজ অনেকটাই পাতলা এবং থ্রেড সবুজ রংয়ের থাকলেও তাতে আরবিআই লেখা নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement