Balurghat

নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায় অসুস্থ, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি বালুরঘাট হাসপাতালে

হরিমাধবের র‌্যান্ডম কোভিড পরীক্ষা হয়েছে। তবে তা নেগেটিভ এসেছে। নিশ্চিত হতে তাঁর আরটি-পিসিআর পরীক্ষাও করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ১৯ মে ২০২১ ১৭:৫৩
Share:

হরিমাধব মুখোপাধ্যায়। — ফাইল চিত্র

নাট্যকার এবং পরিচালক হরিমাধব মুখোপাধ্যায় অসুস্থ। তাঁর শ্বাসকষ্ট-সহ অন্য কয়েকটি উপসর্গ রয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে।

Advertisement

হরিমাধবের আত্মীয়-পরিজন সূত্রে জানা গিয়েছে, বুধবার তিনি অসুস্থ হয়ে পড়েন। ত্রিতীর্থ নাট্য সংস্থার সদস্য কমল দাস বলেন, ‘‘হরিমাধব মুখোপাধ্যায় বাংলার রঙ্গমঞ্চের একটি বিখ্যাত নাম। তাঁর প্রায় ৮০ বছর বয়স হয়েছে। তবে মাধব’দাকে এত অসুস্থ আগে কখনও দেখিনি। ওঁর কফের সমস্যা আছে। তবে এ বার সামান্য জ্বর রয়েছে। উনি ভীষণ দুর্বল। সেই সঙ্গে শ্বাসকষ্টও রয়েছে। তাঁর অক্সিজেনের মাত্রাও কমে যাচ্ছিল বার বার।’’

হরিমাধবের র‌্যান্ডম কোভিড পরীক্ষা হয়েছে। তবে তা নেগেটিভ এসেছে। নিশ্চিত হতে তাঁর আরটি-পিসিআর পরীক্ষাও করা হয়েছে।

Advertisement

নাটকের শহর বালুরঘাটের বাসিন্দা হরিমাধব নাট্য জগতের অতি পরিচিত নাম। তিনি পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সদস্য ছিলেন। রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন