হাসপাতালে উপচে পড়ছে জ্বরের রোগী

জ্বরে আক্রান্ত রোগীর ভিড়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতাল উপচে পড়েছে। এ জেলার ডেঙ্গি আক্রান্ত এলাকার পাশাপাশি নতুন নতুন এলাকা থেকে রোজ জ্বর নিয়ে বাসিন্দারা হাসপাতালে ভর্তি হচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ০১:৩২
Share:

ঠাঁই নেই বালুরঘাট হাসপাতালে। ছবি: অমিত মোহান্ত।

জ্বরে আক্রান্ত রোগীর ভিড়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতাল উপচে পড়েছে। এ জেলার ডেঙ্গি আক্রান্ত এলাকার পাশাপাশি নতুন নতুন এলাকা থেকে রোজ জ্বর নিয়ে বাসিন্দারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাতে নাভিশ্বাস উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের। গত ২৪ ঘন্টায় জ্বর নিয়ে বালুরঘাট হাসপাতালে অন্তত ৮০ জন ভর্তি হয়েছেন।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মেল এবং ফিমেল মেডিক্যাল ওয়ার্ডের দুটি ঘরে শয্যাসংখ্যা ৪০টি। অথচ ওই দুটি ঘর উপচে পড়ায় আরও দুটি ওয়ার্ডে রোগীদের শয্যার ব্যবস্থা করেও স্থান সঙ্কুলান হচ্ছে না। বুধবারের সরকারী রিপোর্ট অনুযায়ী মোট ৮০ শয্যা বিশিষ্ট বালুরঘাট হাসপাতালের চারটি পুরুষ ও মহিলা ওয়ার্ডে ৩২৬ জন জ্বরের রোগী ভর্তি আছেন। পাশপাশি ডেঙ্গিতে আক্রান্ত হাসপাতালে ভর্তি ৯ জনকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা হয়েছে। আইসোলেশন ওয়ার্ডের পাশের ঘরে জ্বরে আক্রান্ত রোগীদের থাকার ব্যবস্থা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়েছে। ইতিমধ্যে জ্বরে ভর্তি শতাধিক রোগীর রক্ত পরীক্ষায় এনএস ওয়ান পজিটিভ মিলেছে। তাঁদের ম্যাকঅ্যালাইজা পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে এই মুহূর্তে কোনও যক্ষ্মা রোগী ভর্তি নেই। তবে যে হারে রোগীর ভিড় বাড়ছে তাতে প্রমাদ গুণছেন জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

বুধবার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জেলাশাসক সঞ্জয় বসু, মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুকুমার দে এবং হাসপাতাল সুপার তপন বিশ্বাসকে নিয়ে বৈঠক করেন। পরে জেলাশাসক সঞ্জয়বাবু বলেন, ৮০টি শয্যার ওয়ার্ডে জ্বরে আক্রান্ত প্রায় সাড়ে তিনশো রোগী ভর্তি হয়েছেন। অথচ ডেঙ্গি রোগীর সংখ্যা নগণ্য। সাধারণ জ্বরের রোগীদেরও অহেতুক ভর্তি না করতে চিকিৎসকদের বলা হয়েছে। মেঝেতে কোনও রোগীকে থাকতে না হয়, তারজন্য হাসপাতাল সুপার আলাদা ওয়ার্ড চালুর ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছেন।

Advertisement

পুজোর পরেই বালুরঘাট ব্লকের চকভৃগু এবং পতিরাম অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বাসিন্দারা জ্বরে আক্রান্ত হয়ে পড়েছেন। তার মধ্যে গত সপ্তাহে চকভৃগু ডাকরা এবং পতিরামের এক ছাত্রী সহ মোট দু’জনের ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। জ্বরে মৃত্যু হয়েছে ডাকরা এলাকার এক একাদশ শ্রেণির ছাত্রের। পতিরামের উত্তর রায়পুর, পাইকপাড়া এলাকা থেকে রোজ জ্বর নিয়ে বাসিন্দারা হাসপাতালে ডাক্তার দেখাতে এলে তাদের ভর্তি করে নেওয়া হচ্ছে। বালুরঘাট হাসপাতালে হাতে গোনা মাত্র কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকেরা ওই বিরাট সংখ্যক রোগীর চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে হিমসিম খাচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement