Fire

মধ্যরাতের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হলদিবাড়ির বাসনপট্টি বাজার

মধ্যরাতের আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে ওই এলাকার অন্তত ৩০টি দোকানকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১০:৪০
Share:

হলদিবাড়ির বাজারে আগুন। নিজস্ব চিত্র।

আগুন লাগে রবিবার মধ্যরাতে। সেই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল হলদিবাড়ি বাজারের বাসনপট্টি বাজার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতের আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে ওই এলাকার অন্তত ৩০টি দোকানকে। জানা গিয়েছে, রাত দু’টো নাগাদ আগুন লাগে হলদিবাড়ির ওই বাজারে। আগুন দেখে স্থানীয় বাসিন্দারাই প্রথম খবর দেন পুলিশকে। খবর যায় দমকলেও।

Advertisement

সোমবার সকাল সওয়া ৮টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, দমকলের ২টি ইঞ্জিন এখনও আগুন নেভানোর কাজ করছে। হলদিবাড়ির ওই বাজার এলাকায় বাসনপত্রের দোকানই বেশি। এ ছাড়া দশকর্মার দোকানও রয়েছে সেখানে। তবে কী করে ওই বাজারে আগুন লাগল সে ব্যাপারে এখনও অবধি কিছু জানা যায়নি। বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হলেও ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement