Fire Accident

গভীর রাতে অগ্নিকাণ্ড শিলিগুড়িতে! এসআইআরের কাজ চলাকালীন এসডিও অফিসে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে আশঙ্কা

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ এসডিও অফিসের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সে সময় এসআইআরের কাজ চলছিল। আচমকা ধোঁয়া নজরে আসতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশ ও দমকল বিভাগে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ০১:১৭
Share:

শিলিগুড়ির এসডিও অফিসে অগ্নিকাণ্ড। — নিজস্ব চিত্র।

শিলিগুড়ির এসডিও অফিসে অগ্নিকাণ্ড। বুধবার রাতে এসআইআর প্রক্রিয়া চলাকালীন অফিসের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশ ও দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন। কর্মীদের তৎপরতায় প্রায় ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় হতাহতের খবর না মিললেও বিপুল পরিমাণ সরকারি নথিপত্র পুড়ে ছাই হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ এসডিও অফিসের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সে সময় এসআইআরের কাজ চলছিল। আচমকা ধোঁয়া নজরে আসতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশ ও দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন। কর্মীদের তৎপরতায় প্রায় ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যে সমস্ত ঘরে আগুন লেগেছিল, সেগুলি মূলত ম্যাজিস্ট্রেট অফিস হিসাবে ব্যবহৃত হত। ওই ঘরগুলির সঙ্গে যুক্ত দফতরের আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। আগামিকাল সকালেই ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা স্পষ্ট ভাবে জানা যাবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

দমকল বিভাগের ফায়ার অফিসার ধীরেন্দ্র কুমার রায় বলেন, “দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।” প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ইউপিএস বিস্ফোরণের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। তবে গুরুত্বপূর্ণ সরকারি নথি নষ্ট হওয়ার আশঙ্কায় প্রশাসনিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অন্য দিকে এসআইআর সংক্রান্ত কোনও নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement