প্রথমবার রেলপথে ডিজেল গেল বাংলাদেশে

শিলিগুড়ি লাগোয়া রাঙ্গাপানিতে নুমালিগর তৈল শোধনাগারের ব্যবসায়িক টার্মিনাল থেকে প্রথমবার রেলপথে ডিজেল পাঠানো হল বাংলাদেশে। বৃহস্পতিবার ট্রেনটির যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাস দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া, নুমালিগড় তেল শোধনাগারের চিফ ম্যানেজিং ডিরেক্টর পি পদ্মনাভন-সহ অন্যরা।

Advertisement
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ০২:২০
Share:

ছবি: সন্দীপ পাল।

শিলিগুড়ি লাগোয়া রাঙ্গাপানিতে নুমালিগর তৈল শোধনাগারের ব্যবসায়িক টার্মিনাল থেকে প্রথমবার রেলপথে ডিজেল পাঠানো হল বাংলাদেশে। বৃহস্পতিবার ট্রেনটির যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাস দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া, নুমালিগড় তেল শোধনাগারের চিফ ম্যানেজিং ডিরেক্টর পি পদ্মনাভন-সহ অন্যরা। মন্ত্রী জানান, এর আগে ২০০৭ সালে অসম থেকে নদীপথে বাংলাদেশে ডিজেল পাঠানো হয়েছিল। তারপরে এই প্রথম রেলপথে ডিজেল পাঠানো হল। মোট ৪২ টি বগি সম্বলিত ট্রেনটিতে ২২শো মেট্রিক টন ডিজেল পাঠানো হয়। আপাতত রেলপথে পাঠানো হলেও পরবর্তীতে পাইপলাইন বসিয়ে সরাসরি তেল পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement