KLO

চাকরি চাই, দাবি নিয়ে এ বার অনশনে প্রাক্তন কেএলও লিঙ্কম্যানরা

আন্দোলনকারীদের দাবি, মালদহ জেলার হবিবপুর, বামনগোলা, গাজোল-সহ একাধিক ব্লক জুড়ে রয়েছেন প্রায় ১৩০ জন চাকরিপ্রার্থী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৬:৩৭
Share:

আন্দোলনের হুঁশিয়ারি প্রাক্তন কেএলও লিঙ্কম্যানদের। নিজস্ব চিত্র

স্পেশ্যাল হোমগার্ড হিসাবে নিয়োগের দাবিতে এ বার আন্দোলনে নামতে চলেছেন প্রাক্তন কেএলও লিঙ্কম্যানরা। মঙ্গলবার থেকে অনশনে বসবেন তাঁরা। অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের মূলস্রোতে ফেরানো হলেও তা দেওয়া হয়নি।

Advertisement

প্রাক্তন কেএলও লিঙ্কম্যান দুলাল বর্মণের অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন মূলস্রোতে ফিরলে আমাদের স্পেশ্যাল হোমগার্ড হিসাবে নিয়োগ করবেন। কিন্তু দীর্ঘ দিন কেটে গেলেও সেই দাবি পূরণ হয়নি।’’ এ বার দাবি আদায়ে অনশনের হুমকি দিয়েছেন তাঁরা। সোমবার শতাধিক প্রাক্তন কেএলও লিঙ্কম্যান জমায়েত করেন মালদহ জেলা প্রশাসনিক ভবন চত্বরে। সেখানেই ভবিষ্যৎ কর্মপন্থার ঘোষণা করেন তাঁরা।

আন্দোলনকারীদের দাবি, মালদহ জেলার হবিবপুর, বামনগোলা, গাজোল-সহ একাধিক ব্লক জুড়ে রয়েছেন প্রায় ১৩০ জন চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, তাঁরা বার বার জেলা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও সদুত্তর মেলেনি। সে কারণেই এ বার তাঁরা অনশনে বসতে চলেছেন।

Advertisement

আরও পড়ুন: নাম না করলেও অধিকারীদের কড়া কটাক্ষ মমতার ‘নতুন’ নন্দীগ্রামে

আরও পড়ুন: কলকাতায় বিজেপির রোড শোয়ে দিলীপ-শুভেন্দু, রাসবিহারিতে সভা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন