হোটেলে বসে জুয়ার আড্ডা

অভিযোগ, গাজল ব্লক সদর জুড়েই পুলিশের নাকের ডগায় রমরমিয়ে চলছে জুয়ার আসর। যদিও এমন অভিযান লাগাতার চালানো হবে বলে জানিয়েছে গাজল থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ০৯:৪০
Share:

—প্রতীকী চিত্র।

লজের আড়ালে রমরমিয়ে চলে জুয়া খেলা। দীর্ঘ দিন ধরেই এমন অভিযোগ করে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা। সেখানেই আচমকা অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার জুয়ার বোর্ডমানি-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে মালদহের গাজল থানার বামনগোলা মোড় এলাকার ঘটনা।

Advertisement

অভিযোগ, গাজল ব্লক সদর জুড়েই পুলিশের নাকের ডগায় রমরমিয়ে চলছে জুয়ার আসর। যদিও এমন অভিযান লাগাতার চালানো হবে বলে জানিয়েছে গাজল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল প্রদীপ মণ্ডল, হাজিজুল মোল্লা, সুকুমার বিশ্বাস, নিতাই রায়। প্রত্যেকের বাড়ি গাজল থানারই বিভিন্ন এলাকায়। রবিবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে গাজলের বামনগোলা মোড়ে রয়েছে ওই লজ। সেখানে দীর্ঘ দিন ধরেই জুয়ার আসর চলছিল বলে অভিযোগ। শনিবার রাত ১২টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১ লক্ষ ৬৫ হাজার টাকার জুয়ার বোর্ডমানি উদ্ধার হয়। এছাড়া ধৃতদের থেকে উদ্ধার হয়েছে তিনটি মোবাইল ফোন। পাশাপাশি একটি বোলেরো গাড়িও আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করতে পারলেও অধরা লজের মালিক। পুলিশ জানিয়েছে, লজটি সিল করে দেওয়া হয়েছে। লজের মালিকের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, লজটিতে গভীর রাত পর্যন্ত গাড়ির আসা যাওয়া ছিল। বাইরে থেকে গাড়ি নিয়ে অনেকে জুয়া খেলতে আসত বলে অভিযোগ। গাজল ব্লকে জুয়ার রমরমা ঠেকাতে পুলিশের কড়া নজরদারি দাবি করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পুলিশ নিয়মিত অভিযান না চালানোয় বেড়ে চলেছে জুয়ার আসরের সংখ্যা বাড়ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement