G20 Summit 2023

অতিথি আপ্যায়নে ছৌ নাচ থেকে শাস্ত্রীয় সঙ্গীত

মকাইবাড়িতে রাতের খাবারের সঙ্গে কলকাতার তিন শিল্পীর শাস্ত্রীয় সঙ্গীতের আসর হবে।

Advertisement

কৌশিক চৌধুরী

শিলিগুড়ি শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ০৮:৩১
Share:

জি২০ সম্মেলনে ছৌ ওবং আদিবাসী নাচ। — ফাইল চিত্র।

পুরুলিয়ার ছৌ থেকে বীরভূমের আদিবাসী নাচগান। হুগলির শ্রীখোল বাদ্য থেকে পূর্ব বর্ধমানের ঢোল। স্যাক্সোফোনের সুরের পাশাপাশি, কলকাতার শিল্পীদের শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন জি২০ শীর্ষ সম্মেলনের বিদেশি প্রতিনিধি, অতিথিরা। সরকারি ভাবে বৃহস্পতিবার পর্যন্ত যা ঠিক হয়েছে, তাতে ১ এপ্রিল কার্শিয়াং পাহাড়ের চা বাগান ঘেরা রিসর্টে আধ ঘণ্টার সান্ধ্য সঙ্গীত, ২ এপ্রিল শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনের নৈশভোজে আড়াই ঘণ্টার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের নামকরা লোকশিল্পীরা অনু্ষ্ঠান করবেন। ৩ এপ্রিল শেষরাতের বিশেষ নৈশভোজেও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে ইচ্ছা করলে, প্রতিনিধিরা আদিবাসী নৃত্যে যোগও দিতে পারবেন।

Advertisement

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সঙ্গে সমন্বয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের তরফে এই ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়ির মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক জয়ন্ত মল্লিক বলেন, ‘‘রাজ্যের কয়েকটি জেলার প্রসিদ্ধ লোকশিল্পীরা শিলিগুড়ি আসছেন। জি২০ সম্মেলনে বিদেশি প্রতিনিধিদের জন্য দু’দিন পর পর সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁরা যোগ দেবেন।’’

সরকারি সূত্রের খবর, আগামী ১ এপ্রিল শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১৬০ জনের মতো বিদেশি প্রতিনিধি সকালে শিলিগুড়ি এসে পৌঁছবেন। দুপুর থেকে তাঁরা মকাইবাড়ি চা বাগানে থাকবেন। সেখানে চা পাতা তৈরি, কারখানা পরিদর্শন, চা আসরের পরে সন্ধ্যায় চাঁদের আলোয় চা পাতা তোলার প্রক্রিয়া বিদেশি দেখবেন। সেখানেই রাতের খাবারের সঙ্গে কলকাতার তিন শিল্পীর শাস্ত্রীয় সঙ্গীতের আসর হবে। থাকবে শিলিগুড়ির সরকারি ভাবে নথিভুক্ত আট জনের ঢাকির দলের অনুষ্ঠানও। পরের দিন, সকালে নিউ চামটায় বিশেষ শীর্ষ সম্মেলনের আসর বসবে। সেখানে রাতে লনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আড়াই ঘণ্টার মধ্যে শ্রীখোল বাদ্য বাজাবেন হরেকৃষ্ণ হালদার। পুরুলিয়ার ছৌ, বীরভূমের আদিবাসী নাচ ও পূর্ব বর্ধমানেরঢোল শিল্পীরা বিদেশি প্রতিনিধিদের মনোরঞ্জন করবেন।

Advertisement

শেষের দিন নিউ চামটা চা বাগানের রির্সটের সুইমিং পুলের ধারে নৈশভোজ হচ্ছে। সেখানে কলকাতার তিন শিল্পী স্যাক্সোফোনের অনুষ্ঠান করবেন। শেষে, তরাই এলাকার আদিবাসীদের ধামসা মাদল নিয়ে নাচের অনুষ্ঠান। বৃহস্পতিবার কেন্দ্রীয় পর্যটন সচিব অরবিন্দ সিংহ এবং জি২০ কো-অর্ডিনেটর হর্ষবর্ধন শ্রিংলা দার্জিলিঙে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন