Jaigaon

গভীর রাতে দোকানে আগুন, জয়গাঁয় পুড়ে মৃত্যু কিশোরীর

দোকানের সঙ্গেই লাগোয়া ছিল বাড়িতে ঘুমোচ্ছিলেন মৃতা কিশোরী কবিতা কুমারী (২০) ও তাঁর মা। তরুণীর মা দোকান ছেড়ে পালাতে পারলেও আগুনে ঝলসে ঘটনাস্থলেই কিশোরীর মৃত্যু হয় কবিতার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৮:৩১
Share:

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু কিশোরীর। নিজস্ব চিত্র।

ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক কিশোরীর। রবিবার গভীর রাতে জয়গাঁর দাড়াগাঁও এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, প্রথমে একটি দোকানে আগুন লেগে দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়গাঁ থানার পুলিশ ও হ্যামিল্টনগঞ্জ এবং হাসিমারা দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে কিশোরীর দগ্ধ দেহ উদ্ধার হয় ঘর থেকে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, দোকানের সঙ্গেই লাগোয়া ছিল বাড়িতে ঘুমোচ্ছিলেন মৃতা কিশোরী কবিতা কুমারী (২০) ও তাঁর মা। তরুণীর মা দোকান ছেড়ে পালাতে পারলেও আগুনে ঝলসে ঘটনাস্থলেই কিশোরীর মৃত্যু হয় কবিতার।

পুলিশ জানিয়েছে, জয়গাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই দোকানে বেআইনি ভাবে পেট্রোল, ডিজেল বিক্রি করা হত। রাতে সেই তেল থেকেই আগুন ছড়ায় এবং নিমেষের মধ্যে তা ছড়িয়ে পড়ে। হাসিমারা দমকল কেন্দ্রের আধিকারিক গৌতম সাহা বলেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে গিয়েছিলাম। পৌছানোর আগেই আগুনে ঝলসে এক জনের মৃত্যু হয়। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন