Home Guard

হোমগার্ড চাকরি প্রাক্তন ৩৫ কেএলও জঙ্গির

বামনগোলা ব্লকের পাকুয়ার বাসিন্দা গোবিন্দ মণ্ডল। কেএলও জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান থাকাকালীন তাঁর নাম ছিল যদু। উত্তরবঙ্গের কোচবিহার, অসমে কাজ করেছিলেন তিনি। আত্মসমর্পণ করে জেল খাটার পরে এখন তিনি কৃষিকাজ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

মালদহ শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ০৪:২০
Share:

প্রতীকী চিত্র

পুলিশের কাছে এক সময় তাঁরা ছিলেন ‘ত্রাস’। তাঁরাই এখন উর্দি পরে সাহায্য করবেন পুলিশকে। আত্মসমর্পণকারী মালদহের ৩৫ জন কেএলও জঙ্গি সংগঠনের সদস্যকে নিয়োগ করা হচ্ছে রাজ্য পুলিশের হোমগার্ড পদে। রবিবার মালদহের পুলিশ লাইনে তাঁদের শারিরীক পরীক্ষা করা হয়। মঙ্গলবার তাঁদের ডাক্তারি পরীক্ষা করা হবে। মূলস্রোতে ফিরে চাকরির সুযোগ পেয়ে খুশি ভীম মণ্ডল, গোপালচন্দ্র বর্মণের মতো প্রাক্তন জঙ্গিরা।মূলস্রোতে ফিরলেও সরকারি চাকরির সুযোগ না পাওয়ায় পুলিশকর্তাদের দ্বারস্থ হয়েছেন জঙ্গি সংগঠনের আরও কয়েক জন প্রাক্তন সদস্য। এক পুলিশকর্তা বলেন, “যাঁরা আবেদন জানিয়েছিলেন তাঁরা কাজের সুযোগ পেয়েছেন। তাই এ দিন তাঁদের নতুন করে আবেদন করতে বলা হয়েছে। সেই আবেদন রাজ্য স্তরে পাঠানো হবে।”

Advertisement

যাদব মণ্ডল, সৌমেন সরকারেরা বলেন, “আত্মসমর্পণ করে আমরা জেলও খেটেছি। অথচ, আমরা সরকারি চাকরির সুযোগ পাইনি। মূলস্রোতে ফিরে কৃষিকাজ করে সংসার চালাচ্ছি। আমাদেরও চাকরির ব্যবস্থা যাতে প্রশাসন করে সেই আবেদন করা হয়েছে।” একসময় উত্তরবঙ্গ ছিল কেএলও জঙ্গি সংগঠনের ঘাঁটি। সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তরবঙ্গের অনেক যুবক। মালদহের হবিবপুর, বামনগোলা ব্লকেরও বেশ কিছু যুবক যোগ দিয়েছিলেন কেএলও শিবিরে। জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান হিসেবে কাজ করতেন তাঁরা। ২০০৬ সালের পরে জঙ্গি সংগঠন ছেড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন প্রায় ৪১ জন। কেউ এক বছর, কেউ দু’বছর ছিলেন জেলে।

বামনগোলা ব্লকের পাকুয়ার বাসিন্দা গোবিন্দ মণ্ডল। কেএলও জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান থাকাকালীন তাঁর নাম ছিল যদু। উত্তরবঙ্গের কোচবিহার, অসমে কাজ করেছিলেন তিনি। আত্মসমর্পণ করে জেল খাটার পরে এখন তিনি কৃষিকাজ করেন। গোবিন্দ বলেন, “প্রলোভনে পড়ে জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছিলাম। নিজের ভুল বুঝতে পেরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলাম।” তাঁর মতোই পুলিশের কাছে ত্রাস ছিলেন পাকুয়ারই বাসিন্দা ভীম মণ্ডল ওরফে মহেন্দ্র। ভীম বলেন, “জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সময় নিজের নামই ভুলে গিয়েছিলাম। পুলিশ, সমাজ সকলেরই কাছে হয়ে উঠেছিলাম মহেন্দ্র। মূলস্রোতে ফিরে এখন ফের সকলের কাছে ভীম হয়ে উঠেছি।”

Advertisement

পুলিশ জানিয়েছে, ৪১ জনের মধ্যে ৩৫ জনকে হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের সময় তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। মালদহের পড়শি জেলা মুর্শিদাবাদে জঙ্গি সন্দেহে এনআইএ গ্রেফতার করেছে ছয় জনকে। এমন সময়ে মূলস্রোতে ফেরা প্রাক্তন কেএলও জঙ্গিরা সরকারি কাজে যোগ দেওয়ার বিষয়টি সমাজে ইতিবাচক বার্তা দেবে বলে মত পুলিশকর্তাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন