GOld

কোভিড স্পেশালে সোনা

শনিবার অভিযুক্তদের আদালতে তোলা হলে দু'দিনের জেল হেফাজত মঞ্জুর করেন বিচারক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২০ ০২:১৩
Share:

প্রতীকী ছবি।

মহারাষ্ট্রের তিন যুবক কোভিড স্পেশ্যাল ব্রহ্মপুত্র মেলে গুয়াহাটি থেকে দিল্লি যাচ্ছিলেন। এনজেপি স্টেশনে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ২৬ কেজি নথিবিহীন সোনা উদ্ধার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (ডিআরআই)। সূত্রের দাবি, ওই সোনার মূল্য ১৪ কোটি টাকা। গোয়েন্দা সূত্রে খবর, বিশেষ বেল্টে লুকিয়ে সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। জিজ্ঞাসাবাদের পর বৈধ নথি না থাকায় শিলিগুড়িতে তিন জনকে গ্রেফতার হয়। শুক্রবারের ঘটনা। শনিবার অভিযুক্তদের আদালতে তোলা হলে দু'দিনের জেল হেফাজত মঞ্জুর করেন বিচারক।

Advertisement

ডিআরআইয়ের আইনজীবী ত্রিদিব সাহা বলেন, ‘‘মায়ানমার থেকে পাচার হয়ে আসা ১৬০টি সোনার বার গুয়াহাটি থেকে দিল্লি নিয়ে যাচ্ছিলেন সৌরভ সামারভ, সন্দেশ আপ্পা নাড়ালে এবং শশীকান্ত তানাজি কুটে নামে ওই তিন যুবক।’’ যদিও অভিযুক্তপক্ষের আইনজীবী অখিল বিশ্বাস বলেন, ‘‘সোনার বারগুলি বিদেশিও নয়, পাচারও হচ্ছিল না। আদালতের কাছে সেই আর্জিই জানিয়েছি।’’ উভয়পক্ষের বয়ান শুনে ভারপ্রাপ্ত এসিজেএম অভিষেক মান্না অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন