বালুরঘাটে মন্ত্রী-নেতা দ্বন্দ্ব

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

টিএমসিপি কর্মীদের গন্ডগোলে এক ছাত্রকে মারধোরের অভিযোগের ঘটনায় ফের তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র বনাম মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০২:২১
Share:

টিএমসিপি কর্মীদের গন্ডগোলে এক ছাত্রকে মারধোরের অভিযোগের ঘটনায় ফের তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র বনাম মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এল।

Advertisement

শনিবার রাতে বালুরঘাট শহরের নিউমার্কেট এলাকায় টিএমসিপি-র কার্যালয়ে ঢুকে বালুরঘাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তথা ক্লাস রিপ্রেজেন্টিভ (সিআর) বিক্রম দাসকে মারধরের অভিযোগে তৃণমূল কাউন্সিলর শঙ্কর দত্তের অনুগামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত কাউন্সিলার শঙ্কর দত্তের ছেলে সুদীপ্ত দত্ত পাল্টা বিক্রমের বিরুদ্ধে বালুরঘাট থানায় নিগ্রহের অভিযোগ দায়ের করেছে। কলেজ ছাত্রদের গোন্ডগোলে দলেরই এক ছাত্রের উপর তৃণমূলের ওই নেতার হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তৃণমূল জেলা সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, ‘‘দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা কখনই উচিত নয়। অবিলম্বে দুপক্ষকে বসে বিষয়টি মিটিয়ে নিতে হবে।’’ ঘটনায় ক্ষুব্ধ বালুরঘাট কলেজের টিএমসিপি সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ভীম হালদার বলেন, ‘‘সোমবার থেকে আমরা ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামবো।’’ আইসি বিপুল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দু’পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে। তবে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে বলে পরে থানায় জানানোয় পুলিশ এখনও কোনও মামলা দায়ের করেনি।’’

Advertisement

বালুরঘাট পুরসভার তৃণমূল কাউন্সিলার শঙ্কর দত্তের ছেলে সুদীপ্ত এবার প্রথমবর্ষে কলেজে ভর্তি হয়েছে। কলেজের সিআর বিক্রমের অভিযোগ, ‘‘গত শুক্রবার থেকে কলেজের ফাঁকা হলে সুদীপ্তকে এক ছাত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে দেখা গিয়েছে। শনিবারেও একই পরিস্থিতি দেখে আমরা আপত্তি জানাই। ওকে ঘর থেকে বের করে দেওয়া হয়। এর প্রতিবাদে সুদীপ্তের বাবা কাউন্সিলর শঙ্করবাবুর নেতৃত্বে তাঁর অনুগামী-কর্মীরা চড়াও হয়ে আমাকে মারধোর করে। পরে আমি থানায় ওই হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।’’

কাউন্সিলর শঙ্করবাবু বলেন, ‘‘মিথ্যা অভিযোগ। বরং আমার ছেলে এবং ভাগ্নে কলেজে ভর্তি হওয়ার পর থেকে বিক্রম সহ টিএমসিপি-র কয়েকজন মিলে নানাভাবে উত্ত্যক্ত করতে শুরু করে। শনিবার বিষয়টি চরমে পৌঁছলে ছেলে আমাকে ঘটনার বিষয়টি জানায়। এর পর টিএমসিপি-র কার্যালয়ে গিয়ে জানতে চাইলে উল্টে আমাকে পাল্টা চ্যালেঞ্জ জানানো হয়। এইভাবে দলের ছাত্র সংগঠন চলতে পারে না।’’ বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন বলে শঙ্করবাবু জানিয়েছেন।

বালুরঘাট কলেজে টিএমসিপি-র ছাত্র সংগঠন দেখেন বিপ্লব মিত্র অনুগামী তৃণমূল নেতা দেবাশিস মজুমদার। কাউন্সিলার শঙ্করবাবু মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর অনুগামী বলে পরিচিত। এদিন দেবাশিসবাবু বলেন, ‘‘ঘটনাটি দলের জেলা সভাপতি বিপ্লব মিত্রকে জানানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন