Gun Fire at Malda

মঙ্গলের পর বুধ! আবার চলল গুলি মালদহের কালিয়াচকে, পুলিশি নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেশন ডিলারসিপ পাওয়া নিয়ে এই গণ্ডগোলের সূত্রপাত। রেশন ডিলারসিপ না ছাড়ায় একদল দুষ্কৃতী বুধবার দুপুর ২টো নাগাদ ডিলারের বাড়িতে হামলা করে। অভিযোগ, দিনেদুপুরে তাঁর বাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি চালায় তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ০১:২০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ফের মালদহের কালিয়াচকে চলল গুলি। বুধবার দুপুরে কালিয়াচকের মোজমপুর এলাকায় এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি চালানোর অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। খবর দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে তারা। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে, গত দু’দিন ধরে কালিয়াচকে একের পর এক দুষ্কৃতীমূলক কর্মকাণ্ডের ঘটনায় আতঙ্কিত কালিয়াচকবাসী।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেশন ডিলারসিপ পাওয়া নিয়ে এই গণ্ডগোলের সূত্রপাত। রেশন ডিলারসিপ না ছাড়ায় একদল দুষ্কৃতী বুধবার দুপুর ২টো নাগাদ ডিলারের বাড়িতে হামলা করে। অভিযোগ, দিনেদুপুরে তাঁর বাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি চালায় তারা। এই ঘটনায় উত্তেজনা ও আতঙ্ক তৈরি হয়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। তারা তদন্ত করে দেখছে। তবে, কালিয়াচকের একের পর এক দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা ঘটে চলায়, পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

উল্লেখ্য, সোমবার থেকে নিখোঁজ থাকার পরে মঙ্গলবার কালিয়াচকের বাসিন্দা তৃণমূলকর্মী তথা কয়লা ব্যবসায়ী ওবায়দুল্লা খানের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল ইংরেজবাজারের একটি আম বাগান থেকে। তার কয়েক ঘণ্টা পর রাতে ফের কালিয়াচকের জালালপুর এলাকায় এক পাঁপড় বিক্রেতাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। মঙ্গলবারের পর বুধবারও গুলি চলার ঘটনা ঘটল মালদহে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement