Dengue

জ্বরে অসুস্থ স্বাস্থ্যকর্মীরাও

জায়গার অভাবে জ্বরে আক্রান্ত দুধের শিশুদের নিয়েও করিডরে, সিঁড়ির চাতালের মেঝেতে থাকতে হচ্ছে মায়েদের। তার উপর মশারির বালাই নেই। তাতে অসুস্থ শিশুদের নিয়ে দুশ্চিন্তা, উদ্বেগ আরও বেড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ০৩:৫৫
Share:

ভিড়: মালদহ মেডিক্যালে রোগীদের শয্যায় পরিজনেরা। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

জ্বরে আক্রান্ত নার্স এবং স্বাস্থ্যকর্মীদের একাংশও। ফলে সুষ্ঠু চিকিৎসা পরিষেবা দিতে হিমসিম খাচ্ছেন শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। পরিস্থিতি সামলাতে বেসরকারি একটি নার্সিং ট্রেনিং স্কুল থেকে প্রশিক্ষিতদের সাময়িকভাবে হাসপাতালের কাজে পাঠানোর আর্জি জানিয়েছেন সুপার। কারণ জ্বর নিয়ে রোগীদের ঢল অব্যাহত।

Advertisement

জায়গার অভাবে জ্বরে আক্রান্ত দুধের শিশুদের নিয়েও করিডরে, সিঁড়ির চাতালের মেঝেতে থাকতে হচ্ছে মায়েদের। তার উপর মশারির বালাই নেই। তাতে অসুস্থ শিশুদের নিয়ে দুশ্চিন্তা, উদ্বেগ আরও বেড়েছে। ১০ মাসের রবিকে নিয়ে মা জ্যোৎস্না দাস, ১৬ মাসের আনুক আহিলকে নিয়ে মা সেলিনাদেবীরা শিশু বিভাগে ঢোকার মুখে সিঁড়ির চাতালে মেঝেতে শয্যায় রয়েছেন। তাঁরা বলেন, ‘‘ডেঙ্গি রোগীরা রয়েছেন। তার মধ্যে মশারি নেই। তাই আতঙ্কে রয়েছি।’’ শিশুদের বহির্বিভাগে সোমবার সাড়ে তিনশোর বেশি রোগী এসেছে। অধিকাংশই জ্বরের। একজন চিকিৎসক সমস্ত রোগী দেখতে হাঁফিয়ে পড়েন। শিশু বিভাগে পাঁচ জন চিকিৎসক রয়েছেন। হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল বলেন, ‘‘বহির্বিভাগে ভিড় সামলাতে দুই জন চিকিৎসক দেওয়ার কথা ভাবছি।’’ চিকিৎসকদের একাংশ জানান, এক জনের পক্ষে এত রোগী ঠিক মতো দেখা সম্ভব নয়।

মেডিসিন বিভাগে চার জন এবং শিশু বিভাগে পাঁচজন চিকিৎসক রয়েছেন। মেডিসিন এবং শিশু বিভাগে এ দিন অন্তত ১০০ ডেঙ্গি এবং ভাইরাল জ্বরের রোগী ভর্তি হয়েছেন। শিশু বিভাগে ৪০ টি শয্যা। রোগী রয়েছে শতাধিক। মেডিসিন বিভাগে এ দিন ভর্তি রয়েছে তিনশোর বেশি জ্বরের রোগী। মেডিসিনের বহির্বিভাগে প্রায় আটশো রোগী এসেছেন। অনেকে সময় মতো রক্ত পরীক্ষার রিপোর্ট পাচ্ছেন না।

Advertisement

নার্সিং সুপারের দফতর সূত্রে জানা গিয়েছে, জ্বরে আক্রান্ত অন্তত ২০ জন নার্স। তাঁদের একাংশ ছুটিতে। বাকিরা কাজে যোগ দিলেও শরীর পুরোপুরি সুস্থ না-হওয়ায় পুরোদমে কাজ করতে পারছেন না। স্বাস্থ্যকর্মীদের অনেকেও অসুস্থ। এক জন নার্স ডেঙ্গির উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন