মিছিলের জটে নাজেহাল শহর

বিজেপির নেতা রাজু বন্দোপাধ্যায় বলেন, ‘‘শিলিগুড়িকে বাঁচাতেই রাস্তায় নেমেছি। মিছিলের জন্য রাস্তার একটি অংশই ব্যবহার করা হয়েছে। সাধারণ মানুষ সঙ্গেই আছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৫:০০
Share:

হিলকার্ট রোডে যানজটে আটকে স্কুল বাস। ছবি: বিশ্বরূপ বসাক

সামনে, পিছনে তখন ৫০টিরও বেশি গাড়ির লাইন। দীর্ঘ সময় ধরে জংশনে আটকে থাকার পর বাধ্য হয়েই বাস থেকে নেমে ছেলেকে নিয়ে দার্জিলিং মোড়ের দিকে হাঁটতে শুরু করলেন বাগডোগরার বিমল দাস। কোথায় যাবেন? প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন। উত্তেজিত হয়ে বললেন, ‘‘২০ মিনিট আটকে আছি। যে কোনও দলেরই রাস্তা দখল করে মিটিং, মিছিল নিষিদ্ধ হওয়া উচিত।’’

Advertisement

উল্টো দিকের রাস্তায় তখন সার দিয়ে দাঁড়িয়ে স্কুল বাস। তার একটিতে জানালা দিয়ে মাথা বের করে সমস্যা বোঝার চেষ্টা করছিল ষষ্ট শ্রেণির ছাত্র সৌরভ দাস। বলল, ‘‘আমাদের স্কুল ছুটির সময় মাঝে মধ্যেই মিছিল, মিটিংয়ের জন্য রাস্তায় আটকে থাকতে হয়। গরমে খুবই কষ্ট হয়। বাড়ি গিয়েই আবার টিউশন পড়তে যেতে হবে।’’ আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি শহরে মিছিল করে বিজেপি। এ দিন সেই মিছিলের জেরে হাসপাতাল মোড়, হাসমিচক, সেবক মোড়, এয়ারভিউ মোড় ও সংলগ্ন রাস্তাগুলিতে ব্যাপক যানজট তৈরি হয়। মহকুমা শাসকের দফতরের সামনে রাস্তার অর্ধেক অংশ দখল করে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চালায় আন্দোলনকারীরা। ফলে মহানন্দা সেতু থেকে মহকুমা শাসকের দফতর পর্যন্ত রাস্তার দু’দিকে বাস, অটো, টোটো, ট্রাকের লাইন পরে যায়। যদিও বিজেপির নেতা রাজু বন্দোপাধ্যায় বলেন, ‘‘শিলিগুড়িকে বাঁচাতেই রাস্তায় নেমেছি। মিছিলের জন্য রাস্তার একটি অংশই ব্যবহার করা হয়েছে। সাধারণ মানুষ সঙ্গেই আছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন